সদ্য জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন অভিনেতা আশীষ বিদ্যার্থী। ৬০ বছর বয়সে এসে দ্বিতীয় বিবাহ করেছেন তিনি। দ্বিতীয় বিয়ে করে আলোচনার শীর্ষে রয়েছেন এই অভিনেতা। আর তার এই কর্মকাণ্ডের পরেই ফের একবার প্রমাণিত হলো প্রেম ভালোবাসার ক্ষেত্রে বয়সটা কোন বাধাই হতে পারে না।
তবে শুধু আসিস বিদ্যার্থী নন বলিউডে এমন বহু নিদর্শন রয়েছে যারা বয়সের মধ্য গগনে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আর এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের নিয়ে যে চর্চাও হয়েছে প্রচুর তা বলাই বাহুল্য।
৫২ বছর বয়সে অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মিলিন্দ সোমান। অঙ্কিতা তার থেকে প্রায় পঁচিশ বছরের ছোট। যদিও এটা ছিল অভিনেতা দ্বিতীয় বিয়ে। ২০০৬ সালে প্রথমবার ফরাসি অভিনেত্রী কে বিয়ে করেছিলেন অভিনেতা।
এরপরে যার নাম না করলেই নয় তিনি হলেন কবীর বেদী। বয়েশকে বুড়ো আঙুল দেখিয়ে চারবার বিয়ে করেছেন তিনি। প্রথম ১৯৬৯ সালে ওড়িশা নৃত্য শিল্পীকে বিয়ে করেন তিনি। এরপর ১৯৭৪ সালে তার প্রথম বিবাহ বিচ্ছেদ হয়। শেষবার সত্তর বছর বয়সে ২০১৬ সালে পারভিন দুসাঞ্জকে বিয়ে করেন তিনি। সেই সময় পারভীনের বয়স ছিল ৪১ বছর।
অন্যদিকে বেশি বয়সে বিয়ের দৌঁড়ে পিছিয়ে নেই অভিনেত্রীরাও। ৬০ বছর বয়সে নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছেন বর্ষীয়ান অভিনেত্রী সুহাসিনী মূলে। ২০১১ সালে অতুল গুর্তুকে বিয়ে করেন তিনি।
ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসেদর সঙ্গে একসময়ে অভিনেত্রী নিনা গুপ্তার সম্পর্ক নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল। তবে সে সম্পর্ক টেকেনি। বরং ২০০৮ সালে ৫০ বছর বয়সে এক চার্টার্ড একাউন্টেন্ট বিবেক মেহরাকে বিয়ে করেন অভিনেত্রী।