উন্মুক্ত অন্তর্বাস, দৃশ্যমান বক্ষ বিভাজিকা! বোল্ড লুকে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী মানসী

নিম ফুলের মধু ধারাবাহিকের মৌমিতাকে পর্দায় যেমন টা দেখে দর্শক অভ্যস্ত, সোশ্যাল মিডিয়ায় তার থেকে একেবারেই অন্য লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। আর সেই ছবি দেখলে যে কারোর মাথা ঘুরে যেতে বাধ্য। অভিনেত্রীর বোল্ড লুক ঘুম উড়িয়ে দিয়েছে নেটিজেনদের।
মৌমিতা ওরফে মানসী সেনগুপ্ত রয়েছেন একেবারে বীচ মুডে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, আকাশি নীল রঙের শার্ট পড়ে দারুন পোজ দিয়েছেন অভিনেত্রী। খোলা শার্টের অধিকাংশ বোতাম, উন্মুক্ত অন্তর্বাস। আর সেখান থেকেই উঁকি মারছে বক্ষ বিভাজিকা।
মানসীর এই ছবি তুলেছেন দীপঙ্কর সাহা। স্টাইলিং সৌম্যর। আর মেকআপ করেছেন লোকনাথ দাস। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। প্রায়ই রিলস শেয়ার করেন তিনি।
‘ডার্ক চকোলেট’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। এরপর একে একে চালবাজ’, ‘বিবাহ অভিযান’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন মানসী। ছোট পর্দায় মেমবউ ধারাবাহিকে প্রথম দেখা যায় তাঁকে, তারপর ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এখন নিম ফুলের মধু সিরিয়ালে চুটিয়ে অভিনয় করছেন মানসী।