ভাইজানের গানে জমিয়ে ঠুমকা শিমুলের শ্বাশুড়ির! ভিডিও পোস্ট হতেই ভাইরাল

পাড়ার পাঁচ বউ-এর বন্ধুত্বের গল্প নিয়ে শুরু হয়েছে কার কাছে কই মনের কথা ধারাবাহিক। এই ধারাবাহিকে ইতিমধ্যেই বিয়ে হয়েছে মানালির। তবে ফুলশয্যার রাতের এক দৃশ্য দেখে রীতিমতো ক্ষেপে আগুন দর্শকরা। বউকে বাদ দিয়ে মায়ের সঙ্গে ফুলশয্যার খাটে ঘুমোলো ছেলে। এই দৃশ্য দেখে নিন্দার ঝড় উঠেছে। এরমধ্যেই এবার শিমুলের শাশুড়ির কাণ্ডে তোলপাড় নেট দুনিয়া।
শিমুলের দজ্জাল শাশুড়ি মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী। এবার রিল লাইফে একদম অন্য অবতারে ধরা দিলেন রীতা দত্ত চক্রবর্তী।ইনস্টাগ্রাম রিল ভিডিয়ো বানিয়ে ফেললেন রীতা দেবী। আটপৌরে শাড়িতে সলমন খানের ‘পার্টনার’ ছবির ‘ইউ আর মাই লাভ’ গানে জমিয়ে নাচলেন।
এই ভিডিও পোস্ট করেছেন, কুয়াশা। ভিডিওতে রীতা দেবীর সঙ্গে অবশ্য হবু ছোট বউমা প্রতীক্ষা (কুয়াশা) এবং শীর্ষা (সৃজনী)-কেও দেখা গিয়েছে। কুয়াশা ছবির ক্যাপশনে লিখেছেন, “অন্য কোনও জগতে। বিশেষ ধন্যবাদ আমাদের প্রিয় সিনয়র অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তীকে আমাদের সঙ্গে এটা করবার জন্য… আমাদের বায়না রেখেছেন”। এই ভিডিও দারুন পছন্দ করেছেন দর্শকরা।
সম্প্রতি, ফুলশয্যার রাতে বউকে বাদ দিয়ে মায়ের সঙ্গে ঘুমোয় পরাগ। এই বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না দর্শকরা। দেখা যায় বউয়ের জন্য উপহার নিয়ে এসেছে পরাগ কিন্তু সেই সময় চলে আসে তার মা। শরীর খারাপের নাটক করে। শেষমেশ দেখা যায়, ফুলশষ্যার খাটে ছেলের বুকে মাথা রেখে শুয়ে থাকল মা, আর নতুন বউয়ের জায়গা হয় চেয়ারে। এই দৃশ্য দেখে বেজায় খেপে গিয়েছেন দর্শকরা।
এই নিয়ে পর্দার শাশুড়ি অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, “প্রথমত সমাজমাধ্যমের পাতায় কী লেখা হচ্ছে সেই বিষয়ে আমার কিছু জানা নেই। কারণ, আমি ফেসবুক বা ইনস্টাগ্রামে একদমই সক্রিয় নই। সিরিয়ালে যা দেখানো হয়েছে, তার সঙ্গে হয়তো শহুরে পরিবারের কিংবা মায়েদের কোনও মিল পাওয়া যাবে না। তবে লেখক তো কিছু ভেবেই এমন দৃশ্য লিখেছেন। আর যাঁরা ছেলের সঙ্গে মায়ের ফুলশয্যার মতো কটূক্তি করছেন, সে বিষয়ে বলব এটা সম্পূর্ণ বিকৃত মানসিকতার প্রতিফলন। আমার ছেলেও বাইরে থেকে কলকাতায় এলে আমরা একসঙ্গে শুই। এমন ধরনের ভাবনা সত্যিই মেনে নেওয়া যায় না”।