বিনোদন

সাদা ফ্রক, মাথায় ওড়না! চেনা যাচ্ছে বাংলা সিরিয়ালের মিষ্টি এই নায়িকাকে?

ছোট বেলার স্মৃতি সবসময়ই মধুর। যতই সবাই বড় হয়ে মন চায় ছোটবেলায়। আর তাই হয়তো ছোট বেলার ছবি দেখেই আমরা সেই দুধের স্বাদ খানিকটা ঘোলে মেটানোর চেষ্টা করি। তাই এবার সেই রকম ইচ্ছে নিয়েই ছোটবেলার এক ছবি পোস্ট করেছেন এই টেলি অভিনেত্রী। ছবি দেখে কিন্তু তাঁকে চেনার উপায় নেই একটুকুও।

এই ছবিতে দেখা যাচ্ছে, সাদা জামা পড়ে, মাথায় ওড়না লাগিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছে এক ছোট্ট মেয়ে। মাথায়, হাতে কাগজের গয়না। বেশ মিষ্টি দেখাচ্ছে তাঁকে। কিন্তু একটু হলেও কি চেনা যাচ্ছে তাঁকে? মুখের কি কিছুটা মিল রয়েছে?

ইনি হলে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা। তাঁকে প্রথম অপরাজিতা অপু ধারাবাহিকে দেখা গিয়েছে। সদ্যই শেষ হয়েছে এই ধারাবাহিক। এরপর একের পর এক ধারাবাহিকে দাপিয়ে অভিনয় করে যাচ্ছেন তিনি। জানা যায়, ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন সুস্মিতা।

পঞ্চমী ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল। সেই ধারাবাহিক বন্ধ হয়ে যায় আট মাসের মধ্যেই। এছাড়াও সুস্মিতার অভিনীত আগের দুটি সিরিয়ালই বন্ধ হয়ে গিয়েছিল কম সময়ের মধ্যে। যদিও তা নিয়ে আক্ষেপ নেই অভিনেত্রীর। তাঁর কথায়, “স্বপ্ন দেখুন। এক দিন না এক দিন সত্যি হবেই”।

Back to top button