সিরিয়াল

ফুটপাথে রাত্রিবাস থেকে মৃত সন্তান প্রসব! সুস্মিতার জীবনটাই যেন আস্ত একটা সিরিয়াল

জীবনটা বড্ড কঠিন। বাস্তব আরো রুঢ়। জীবনের লড়াই এসে পিছিয়ে না গিয়ে যুদ্ধ করলে সাফল্য ঠিক আসে। আর সেটাই প্রমাণ করেছেন টেলি অভিনেত্রী সুস্মিতা রায় চক্রবর্তী। নিজের জেদের কাছে হার মেনেছে বিভিন্ন প্রতিকূলতা। নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন অভিনেত্রী।

   

কৃষ্ণকলি, অপরাজিত অপু সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালের অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। সুন্দরবনে বেড়ে ওঠা এই অভিনেত্রী ছোট থেকেই অভিনয় করেন। এমনকি তার শখ ছোট থেকে অভিনয় করা। কিন্তু বাবা-মা কখনোই সম্মতি ছিল না এই পেশায়। এই কলেজ জীবনে একপ্রকার পালিয়ে সেই কলকাতায় নিজের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এগিয়ে যান তিনি।

অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শিয়ালদহের ফুটপাতে ত্রিপলের নীচে ১৫ দিন কাটিয়েছেন। ফুটপাত পাখিরা যেরকম খাবার খেয়ে দিন কাটান সেই ভাবেই জীবন যাপন করেছেন তিনি। টাকার অভাবে সোনারপুর থেকে সল্টলে খেতে গিয়েছিলেন অডিশন দিতে।

কথায় আছে পরিশ্রম করলে তার মূল্য ঠিকই পাওয়া যায়। তেমনি এক সময় পরিশ্রমের মূল্য আজ পাচ্ছেন অভিনেত্রী সুস্মিতা। তার স্বপ্ন ছিল নিজের রোজগারে গাড়ি বাড়ি করবেন। আজ পূরণ হয়েছে সেই স্বপ্ন। তবে অভিনেত্রীর জীবনে একটি চরম অন্ধকার দিকও রয়েছে।

অভিনেত্রী জানান, যখন কৃষ্ণকলি ধারাবাহিক শুরু করেন তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন। এই অবস্থাতেই শুটিং চালিয়ে গিয়েছেন। এমনকি সন্তান প্রসবের সাত দিন আগেও শুটিং করেছেন। কিন্তু সন্তান প্রসবের পর চিকিৎসকের ভুলত্রুটি জন্যই তার মৃত সন্তান প্রসব হয়। এরপর টানা দুমাস শয্যাশায়ী ছিলেন তিনি। এরপর প্রায় এক প্রকার জোর করে কাজে ফিরেছেন তিনি।

বাড়িতেও একেবারেই ঘরোয়া সুস্মিতা। বাইরে সময় কাটানোর থেকে পরিবারের মানুষদের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করেন তিনি। শ্বশুর শাশুড়ি থেকে বাবা-মার সবার কাছেই এখন গর্বের জায়গা সুস্মিতা।

Back to top button