ফ্ল্যাটে সুশান্তের আত্মার অস্তিত্বের টের পান আদাহ? অভিনেত্রীর পাল্টা জবাবে হতচকিত সকলে

Avatar

Published on:

ফ্ল্যাটে সুশান্তের আত্মার অস্তিত্বের টের পান আদাহ? অভিনেত্রীর পাল্টা জবাবে হতচকিত সকলে

মুম্বইয়ের বান্দ্রায় তাঁর নিজের ফ্ল্যাট থেকেই সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ মিলেছিল। তারপর থেকে সেই বাড়ি তালাবন্ধ অবস্থাতেই পড়ে ছিল। দ্য কেরালা স্টোরি খ্যাত অভিনেত্রী আদাহ শর্মা সেই ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন। ফ্ল্যাটের এক ভিডিও প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। তবে এই ফ্ল্যাটে কি ভূতের ভয় পান তিনি? সুশান্তের আত্মার কি দেখা মেলে? মুখ খুললেন আদাহ।

প্রায় ৬ মাস ধরে সেখানে থাকছেন অভিনেত্রী। কেমন লাগছে আদাহর? ফ্ল্যাটের পুরো হাল বদলে দিয়েছেন তিনি। ঠাকুর ঘর, শোয়ার ঘর, উপরের তলায় মিউজিক রুম বানিয়েছেন। এমনকি ছাদে বাগানও করেছেন।

   
 ⁠

তিনি এই প্রসঙ্গে বলেন, “দেখুন আমি খুব আশীর্বাদ প্রাপ্ত। এটি একটি সুন্দর বাড়ি। বাড়িতে প্রচুর পশুপাখি আসে। আমি পশুপাখি এবং প্রকৃতি খুব পছন্দ করি। আমি মনে করি এটি একটি খুব ইতিবাচক এবং সুন্দর জায়গা। আমি এই বাড়িতে থেকে খুব ভাগ্যবান”।

  
 ⁠

তাঁর ভয় লাগে কিনা জানতে চাইলে পাল্টা প্রশ্ন ছুঁড়ে আদাহ বলেন, কেন ভয় পাওয়া কি উচিত ছিল? তাঁর কথায়, “যদি আপনি জীবনে কিছু ভুল না করে থাকেন, তাহলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। আপনার যদি কোনো অপরাধবোধ থাকে বা কোনো ভুল করে থাকেন, তাহলে আপনার ভয় পাওয়া উচিত। আমি এটাই বিশ্বাস করি”।

মুম্বইয়ের বান্দ্রার মত জায়গায় কোনও ফ্ল্যাট অকারণে ফাঁকা পড়ে থাকা মানে গৃহমালিকের কাছে তা ভীষণই ক্ষতির। তবে ক্রেতা পেলেও অনেকেই সেই বাড়ি কিনতে চাইছেন না সুশান্তের খবর জানতে পারার পর। সব পছন্দ থাকলেও শেষে তারা ফিরে যাচ্ছিলেন। অথচ আদাহ-র কিন্তু কোনও সমস্যা হয়নি। বরং তিনি ওই বাসভবন কিনতে চেয়েছেন। কারণ তাঁর মতে, সেখান থেকে এক ইতিবাচকতা পেয়েছেন তিনি।