গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আদা শর্মা! এখন কেমন আছেন অভিনেত্রী?

বলিউডের এখন অন্যতম বহুল চর্চিত অভিনেত্রী আদা শর্মা। যা কেরালা স্টোরিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। প্রায়শই এখন তাকে শিরোনামে থাকতে দেখা যায়। এবার এই অভিনেত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়ল অনুরাগী মহল।
জানা গিয়েছে, নতুন প্রজেক্ট এর জন্য প্রচারে বেরিয়েছিলেন অভিনেত্রী। তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাকে বেশ কিছু ওষুধের পাশাপাশি কয়েকদিন টানা বিশ্রামে থাকতে বলা হয়েছে।
জানা গিয়েছে, মূলত ডায়েরিয়া এবং ফুড অ্যালার্জি হওয়ার দরুণ বেজায় অসুস্থ হয়ে পড়েছেন আদা শর্মা। তাই হাসপাতালে ভরতি হতে হয়েছে তাঁকে। অভিনেত্রীর ঘনিষ্ট মহল জানিয়েছে, “বুধবার সকালেই ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে মারাত্মক পরিস্থিতি হয় আদা শর্মার। বর্তমানে কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি”।
আপাতত কমান্ডো ছবির প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন তিনি। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। বিপুল শাহ পরিচালিত দা কেরালা স্টোরির পর কমান্ডো ছবিতে আবার জুটি বেঁধেছেন এই পরিচালক ও অভিনেত্রী। চলতি মাসেই এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।