আদৌ কি সুশান্তের ফ্ল্যাট কিনেছিলেন আদহ শর্মা? প্রকাশ্যে এল আসল সত্য

Avatar

Published on:

ফ্ল্যাটে সুশান্তের আত্মার অস্তিত্বের টের পান আদাহ? অভিনেত্রীর পাল্টা জবাবে হতচকিত সকলে

মুম্বইয়ের বান্দ্রায় তাঁর নিজের ফ্ল্যাট থেকেই সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ মিলেছিল। তারপর থেকে সেই বাড়ি তালাবন্ধ অবস্থাতেই পড়ে ছিল। দ্য কেরালা স্টোরি খ্যাত অভিনেত্রী আদাহ শর্মা সেই ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন। ফ্ল্যাটের এক ভিডিও প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। কিন্তু সেই বাড়ি কি আদৌ কিনেছেন তিনি। প্রকাশ্যে আনলেন আসল সত্য।

প্রায় ৬ মাস ধরে সেখানে থাকছেন। কেমন লাগছে অদার? ফ্ল্যাটের পুরো হাল বদলে দিয়েছেন তিনি। ঠাকুর ঘর, শোয়ার ঘর, উপরের তলায় মিউজিক রুম বানিয়েছেন। এমনকি ছাদে বাগানও করেছেন।

   
 ⁠

ভিডিওতে দেখা গিয়েছিল, নতুন বাড়ির ঠাকুরঘরে প্রার্থনা করছেন আদাহ। আদাহ বলেন, “আমি যা যা করছি বা করব, সেটার ঝলকই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি। কিন্তু যা আমায় অস্বস্তিতে ফেলে, তা আমি প্রকাশ করি না। সেগুলি আমি আগলে রাখি”।

  
 ⁠

অভিনেত্রী বলেন, “মাঝে আমি নিজের ছবির প্রচার ও অন্য কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। তবে চার মাস হল আমার নিজের সংসার গুছিয়ে নিয়েছি সেখানে। আমি বাড়ি নিয়ে বড্ড খুঁতখুঁতে। যেখানে আমি ইতিবাচক পরিবেশ পাই না, সেখানে থাকতে পারি না। আমি বরাবর প্রকৃতির মধ্যে বড় হয়েছি। পাখির আওয়াজ গাছ, এ সবের মাঝে। তাই মুম্বই শহরে তেমনই একটা বাড়ি খুঁজছিলাম”।

মুম্বইয়ের বান্দ্রার মত জায়গায় কোনও ফ্ল্যাট অকারণে ফাঁকা পড়ে থাকা মানে গৃহমালিকের কাছে তা ভীষণই ক্ষতির। তবে ক্রেতা পেলেও অনেকেই সেই বাড়ি কিনতে চাইছেন না সুশান্তের খবর জানতে পারার পর। সব পছন্দ থাকলেও শেষে তারা ফিরে যাচ্ছিলেন। অথচ আদাহ-র কিন্তু কোনও সমস্যা হয়নি। বরং তিনি ওই বাসভবন কিনতে চেয়েছেন। কারণ তাঁর মতে, সেখান থেকে এক ইতিবাচকতা পেয়েছেন তিনি।

এরপরেই আদাহ জানান, তিনি বাড়িটি কেনেননি বরং ভাড়া নিয়েছেন।ওই বাড়ির মালিক আসলে মিস্টার লাঘওয়ানি নামের কেউ। তাঁর কাছ থেকেই বাড়িটি ভাড়া নিয়েছেন অদাহ। তিনিও সুশান্তের মতোই ওই বাড়ির ভাড়াটে।