এবার বাড়িতে বসেই সংশোধন করা যাবে আধার কার্ড! কারা পাবেন এই সুবিধে? বড় আপডেট দিল UIDAI

Published on:

এবার বাড়িতে বসেই সংশোধন করা যাবে আধার কার্ড! কারা পাবেন এই সুবিধে? বড় আপডেট দিল UIDAI

মানুষের জীবনের সঙ্গে এখন জড়িয়ে গিয়েছে আধার কার্ড। জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত অপরিহার্য এই পরিচয় পত্র। আধার কার্ডে সামান্য ত্রুটি থাকলেই ব্যাহত হতে হচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় কাজের সুযোগ সুবিধা থেকে। তাই এবার আধার কার্ডের ত্রুটি থাকলে বাড়িতে বসেই তা সংশোধন করা যাবে। এমনই সুবিধা নিয়ে এসেছে আধার কার্ড প্রস্তুতকারী সংস্থা UIDAI।

এতদিন পর্যন্ত আধার কার্ড তৈরী করার জন্য আধার সেন্টারে যেতে হত। কিন্তু এবার জানা যাচ্ছে সরকারি আধিকারিকেরা বাড়ি এসেই আধার কার্ড বানিয়ে দেবে। এর জন্য আলাদা করে লম্বা লাইনে দাঁড়িয়ে কুপন নিতে বা অপেক্ষা করতে হবে না। তবে এই সুবিধা সকলে পাবেন না।

   
 ⁠

সংশ্লিষ্ট সংস্থা জানাচ্ছে, কেবলমাত্র বয়স্ক ব্যক্তি এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের এই সুবিধা দেওয়া হবে। আধার সংস্থাকে মেল করে আবেদন করতে হবে। এরপর সংস্থার আধিকারিকরা এসে বাড়িতে খোঁজ খবর নেবেন। তারপর আবেদনের মান্যতা দিয়ে বাড়িতে এসে আধার কার্ড তৈরি করবেন। এক্ষেত্রে প্রথম ব্যক্তির জন্য ৭০০ টাকা এবং পরবর্তী যে কজন ব্যক্তি থাকবেন তাদের জন্য ৩৫০ টাকা করে মাথাপিছু নেওয়া হবে।

  
 ⁠

আধার অতিগুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টসে পরিণত হয়েছে তাই এই কার্ডে তথ্য আপডেট রাখার দায়িত্ব প্রতিটা মানুষেরই। তাই আধার সংক্রান্ত নতুন নিয়ম সম্পর্কে আপডেট থাকা উচিত। না হলে যে কোনো সময় সমস্যায় পড়তে হতে পারে।