সিনেমা

আদিপুরুষ-র থেকে অনেক কম খরচায় তৈরি চন্দ্রযান ৩! জানেন চন্দ্রযান ৩ তৈরিতে কত খরচ?

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ নিয়ে তৈরি ওম রাউতের ছবি আদিপুরুষ নিয়ে নিন্দার অন্য নেই। যথেষ্ট ট্রোল করা হচ্ছে এই সিনেমাকে। বিশেষ করে হনুমানের একটি বিশেষ দৃশ্যের সংলাপ তো খুব বেশি করেই ভাইরাল হয়েছে। যে ভিএফএক্স নিয়ে এক সময়ে একাধিক অভিযোগ উঠেছিল, সংশোধনের পরও তা নিয়ে নিন্দে হচ্ছে। দাবী উঠেছে সংলাপ পরিবর্তন করার। এবার বাজেট নিয়ে সমালোচনার শিকার হল এই সিনেমা।

চন্দ্রযান ৩ এর বাজেটের সঙ্গে আদিপুরুষ সিনেমার বাজেট তুলনা করে কটাক্ষ করা হয়েছে এই সিনেমাকে। চন্দ্রযান ৩ তৈরি করতে খরচ পড়ছে ৬১৫ কোটি টাকা। অন্যদিকে আদিপুরুষ সিনেমার বাজেট প্রায় ৭০০ কোটি টাকা। অর্থাৎ প্রায় ৭৫ কোটি টাকা বেশি। আরবী নিয়েই সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের শিকার হয়েছে এই সিনেমা।

এই টুইটে বলা হয়েছে,”মোটামুটি বাজেট,আদিপুরুষ- ৭০০ কোটি টাকা, চন্দ্রযান ৩-৬১৫ কোটি টাকা৷ এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ৷”মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই টুইট।

প্রসঙ্গত, শুরু থেকেই সমালোচনা হচ্ছে এই সিনেমাকে নিয়ে। চাপের মুখে সংলাপ রচয়িতা মনোজ মুন্তাসির এবং প্রযোজক সংস্থার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিছু সংলাপ বদল করা হবে। বিশেষ করে হনুমানের বেশ কিছু সংলাপ। এর ছবিটি আবার প্রকাশ করা হবে। সেই মত তা করাও হয়েছিল। কিন্তু তারপরেও একাধিক বিষয় নিয়ে বারবার নিন্দার মুখে পড়েছে এই সিনেমা।

Back to top button