আবারও ফিরে আসবো! বন্ধ গান গাওয়া, বাতিল একের পর এক শো, হঠাৎ হল কী অদিতি মুন্সীর?

সারেগামাপা খ্যাত তথা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর গান গাওয়াই এখন বন্ধ। আপাতত গলার সমস্যায় ভুগছেন তিনি। তাই চিকিৎসকের পরামর্শ মত এখন গান গাওয়া বন্ধ তার। এমনকি বন্ধ কথা বলাও। গায়িকা নিজেই এই কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
অদিতি এক পোস্ট করে জানান, “আমি দুঃখিত, ভেবেছিলাম পারব৷ কিন্তু মনের জোর বাধ সাধলো শরীরে৷ কিছুতেই কথা বলতে পারছি না৷ আসলে আমার গলার অবস্থা একদম ভাল না থাকার জন্য চিকিৎসকের কথা মতো এই মাসের সব অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলাম৷ আপনাদের গান শোনাতে না পারার দুঃখ থাকবে৷ কিন্তু আমার বিশ্বাস অবশ্যই আমি আবার আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসব৷ একসঙ্গে মেতে উঠব হরিনামে”। একইসঙ্গে কোন কোন জায়গায় অনুষ্ঠান বাতিল করেছেন তিনি সেই জায়গার নামও লেখেন।
রেওয়াজ, শো, রেকর্ডিং সবকিছুই বন্ধ রাখতে হয়েছে অদিতিকে। এদিকে এখন পুরোপুরি শো-এর মরশুম। বেশ কয়েকটি প্রোগ্রাম ধরা ছিল তাঁর। কিন্তু সেই গুলো সব কটাই ক্যানসেল করতে হয়েছে। তার জন্য হাত জোড় করে ক্ষমাও চেয়েছেন তিনি। তবে খুব শীঘ্রই আবার মঞ্চে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগে সারেগামাপার বিজয়ী অঙ্কিতা ভট্টাচার্যরও গলায় সমস্যা দেখা গিয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকেও বেশ কিছুদিন রেওয়াজ, অনুষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। গলার সমস্যায় ভুগছিলেন তিনি। বন্ধ রাখতে হয়েছিল কথা বলাও।