বিনোদন

দাদুর কোলে ছোট্ট খুদে এখন বং ক্রাশ! চেনা যাচ্ছে এই অভিনেতাকে?

ছোট বেলার স্মৃতি সবসময়ই মধুর। যতই সবাই বড় হয়ে যাকনা কেন বারবার ফিরে যেতে মন চায় ছোটবেলায়। আর তাই হয়তো ছোট বেলার ছবি দেখেই আমরা সেই দুধের স্বাদ খানিকটা ঘোলে মেটানোর চেষ্টা করি। তাই এবার সেই রকম ইচ্ছে নিয়েই ছোটবেলার ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। ছবি দেখে কিন্তু তাঁকে চেনার উপায় নেই একটুকুও।

দাদুর কোলে ছবি দিয়েছে এই একরত্তি। এক মাথা ঘন কালো চুল নীলচে টি-শার্ট আর সাদা প্যান্ট পরে দাদুর কোলে চড়ে বসেছে এই পুঁচকে। এই খুদে কিন্তু এখন রীতিমত হার্টথ্রব বাঙালি মেয়েদের। তাঁকে পর্দায় দেখলেই পাগল হয়ে যায় মহিলা অনুরাগীরা। যদিও এখন কয়েকদিন টেলিভিশন থেকে বিরত নিয়েছেন তিনি।

এই অভিনেতাকে দেখে কি কিছুটা হলেও চেনা যাচ্ছে? ইনি হলেন মিঠাই ধারাবাহিকের জনপ্রিয় উচ্ছে বাবু ওরফে আদৃত রায়। নিজের সুদর্শন চেহারা ও অভিনয় দক্ষতার গুনে সহজেই দর্শকদের মন জয় করেছেন তিনি।গান্ধী জয়ন্তীর দিন তাঁর আদরের দাদাইয়ের জন্মদিন। দাদুর জন্মদিনে ছেলেবেলার এই ছবি শেয়ার করেছেন আদৃত।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করেছেন তিনি। ২০১৮ সালে রাজ চক্রবর্তীর প্রযোজনায় তৈরি ‘নূর জাহান’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। এছাড়াও পরিণীতা ছবিতে অভিনয় করেছেন আদৃত। আবারও বড় পর্দায় ফিরছেন আদৃত। অভিরূপ ঘোষালের পাগল প্রেমী ছবিতে দেখা যাবে তাঁকে।

Back to top button