দয়া করে ওর জন্য প্রার্থনা করবেন! হাসপাতালে ভর্তি অগ্নিদেব, স্বামীর অসুস্থতা নিয়ে কী বললেন সুদীপা?

হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। তাঁর নাকি ডেঙ্গু হয়েছে। আপাতত এই খবরই রটে গিয়েছে। আর এই খবরে ভীষণই বিরক্ত তাঁর স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। তাঁর স্বামীর ডেঙ্গু হয়নি বলেই জানিয়েছেন তিনি। পাশাপাশি এই ধরনের ভুয়ো খবরে চরম ক্ষুব্ধ তিনি।
বর্তমান সময়ে চারিদিকে ডেঙ্গুর বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। বহু মানুষ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। এদের মধ্যে বাড়াবাড়িও হচ্ছে অনেকের। প্রশাসনের তরফে বারবার সাবধানতা অবলম্বনের জন্য প্রচার চালানো হচ্ছে। এরমধ্যেই টলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে অগ্নিদেব চট্টোপাধ্যায় নাকি ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। বাড়াবাড়ি হয়েছে এতটাই যে তাঁকে নাকি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবার এই অসুস্থতার খবর সত্য নয় জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন সুদীপা চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, “আমার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ডেঙ্গুর চিকিৎসা হচ্ছে না। তিনি অ্যাপোলো গ্লেনেগেলসে ভর্তি হয়েছে অ্যাঞ্জিওগ্রামের জন্য। সকলের উদ্বেগ প্রকাশের জন্য ধন্যবাদ। দয়া করে ওর জন্য প্রার্থনা করবেন।”
প্রসঙ্গত, কিছুদিন আগেই রুক্মিণী মৈত্ররও ডেঙ্গু আক্রান্ত হওয়ার ভুয়ো খবর রটেছিল। এরপরেই অভিনেত্রী জানান, এই ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর সম্পূর্ণ ভ্রান্ত। তিনি সুস্থ স্বাভাবিক রয়েছেন। তার কখনোই ডেঙ্গু হয়নি। অনুরাগীদের জানালেন তাকে নিয়ে যেন অযথা চিন্তা করা না হয়।
তাঁর ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর স্বাভাবিকভাবেই উদ্বেগে ছিল তার অনুরাগী মহল। তারাই বারবার জানতে কৌতুহলী হচ্ছিলেন যে তাদের প্রিয় অভিনেত্রী কেমন আছেন। তারপর তাদের উদ্দেশ্যে এই ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখলেন, “সবাইকে জানাচ্ছি আমি ডেঙ্গিতে আক্রান্ত হইনি। তবে খুব জ্বর হয়েছিল। এখন আমি সুস্থতার পথে। আগের থেকে অনেকটা ঠিক আছি। সবাইকে অনেক ধন্যবাদ আমায় নিয়ে এত চিন্তা করার জন্য।”