গসিপ

বুক চিড়ে প্রেমিকের নাম লিখলেন অনুরাগের ছোঁয়ার এই অভিনেত্রী! পাল্টা ভালোবাসা ফিরিয়ে দিলেন প্রেমিকও

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র মিশকা। সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করে দারুণ তাক লাগিয়েছেন তিনি। এই ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন নায়িকা। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন তিনি।

নায়িকার জন্মদিনেই তার মা তার প্রেমিককে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এমনকি মায়ের থেকে মেয়েকে কেড়ে নেওয়ার মতো অভিযোগও তুলেছিলেন অহনার প্রেমিক দীপঙ্করের বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ মানতে একেবারেই নারাজ অহনা ওরফে মিশকা।

টেলি ইন্ডাস্ট্রিতে অহনা-দীপঙ্করের প্রেম নিয়ে বেশ চর্চাও হয়। এবার বুক চিড়ে ভালোবাসার মানুষের নাম লিখলেন অহনা। তবে শুধু প্রেমিকাই নয়, প্রেমিকও পাল্টা ভালোবাসা ফিরিয়ে দিয়েছে। সেও বুক চিরে তার প্রেমিকার নাম ট্যাটু করে ফেলেছে। এই গোটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন অহনা।

এদিকে অভিনেত্রী ভিডিও আপলোড করতেই ইতিবাচক ও নেতিবাচক সব ধরনের মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। কেউ কেউ যেমন এই দুটিকে আশীর্বাদ করেছেন এবং আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন তেমনি অনেকেই আবার কটাক্ষ করেছেন। নেট নাগরিকদের মধ্যে একজন প্রশ্ন করেছেন, যদি ব্রেক আপ হয়ে যায় তাহলে কী করবে?এক নেটিজেন আবার পরামর্শ দিয়েছেন, ট্যাটু দেখিয়ে লাভ নেই, সারা জীবন একসঙ্গে থাকলেই হল।

Back to top button