ঐশ্বর্যর এই জেদের জন্যই ফাটল বচ্চন পরিবারে! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

Avatar

Published on:

ঐশ্বর্যর এই জেদের জন্যই ফাটল বচ্চন পরিবারে! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

নানান কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিতর্কে জড়িয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। কখনো পারিবারিক কারণে আবার কখনো পেশাগত কারণে বারবার বিতর্কের শিরোনামে এসেছেন তিনি।

শোনা যায়, বড় ছবির প্রস্তাব ফেরাতে নারাজ ছিলেন ঐশ্বর্য। বচ্চন পরিবারের বউ, তাই কোনও ঘনিষ্ঠদৃশ্যে অভিনয় করা যাবে না, এমনটাই ছিল নির্দেশ। কিন্তু অ্যায় দিল হ্যায় মুশকিলের প্রস্তাব আসতেই তিনি স্থির করেছিলেন এই ছবিতে অভিনয় করবেন।

   
 ⁠

সিনেমার চিত্রনাট্যের খাতিরে অনেক ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করতে হয়। সেক্ষেত্রে কেউ এটা মেনে নিতে পারে আবার অনেকেই মানতে পারেননা। তেমনই জয়া বচ্চনও ঐশ্বর্যের সিনেমার একটি দৃশ্য মানতে পারেননি। যদিও তিনি বৌমার নাম নিয়ে সরাসরি কিছু বলেননি। কিন্তু তাও তাঁর মন্তব্য ইঙ্গিত করেছিল সেদিকেই।

  
 ⁠

করণ জোহরের পরিচালনায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে খানিকক্ষণের জন্য দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। সেখানে রণবীর কাপুরের সঙ্গে চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। এই দেখেই হয়ত বিরক্ত হয়েছিলেন জয়া বচ্চন। এক সাক্ষাৎকারে দৃশ্যটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

ছবির ট্রেলার সামনে আসার পরই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সমস্তটাই আঁচ করতে পারে বচ্চন পরিবার। আর তবে থেকেই শুরু হয় পরিবারে অশান্তি।

শোনা গিয়েছিল, ঐশ্বর্যকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও এক সময় নিতে চলেছিলেন অভিষেক। তবে অভিষেক বচ্চন যে সেই মুহূর্তে অনেকটাই ভেঙে পড়েছিলেন, সে ছবি ছিল স্পষ্ট। বচ্চন পরিবারের ফাটলের সূত্রপাত নাকি সেখান থেকেই।

এই ছবি প্রসঙ্গে জয়া বচ্চন জানিয়েছিলেন, “আগে পরিচালকেরা শিল্প তৈরি করতেন। এখন সবটা ব্যবসা হয়ে গিয়েছে। মানুষ সভ্যতা ভুলে গিয়েছে। খোলামেলা দৃশ্যই এখন স্মার্টনেস। লজ্জা বলে শরীরে কোনও বস্তু নেই”।