স্বর্ণযুগের মহাভারত! উত্তম-সুচিত্রা-সৌমিত্র, AI-এর বানানো কে কোন চরিত্রে ভাইরাল?

উত্তম, সুচিত্রা, সৌমিত্র চট্টোপাধ্যায় এদের সময়টাই বাংলা সিনেমার স্বর্ণ যুগ। এদিকে সম্প্রতি দেখা যাচ্ছে পৌরাণিক কাহিনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। যদি এদের সময় মহাভারত তৈরি করা হত তাহলে এদের মধ্যে কে কোন চরিত্রে অভিনয় করতেন? এবার অসম্ভব প্রশ্নের উত্তরকে সম্ভব করে দেখালো AI প্রযুক্তি।
পরিচালক অনিকেত মজুমদারের পরিকল্পনায় জীবন্ত হয়ে উঠেছে সেই সব চরিত্র। অর্জুন হিসেবে তিনি কল্পনা করেছেন উত্তম কুমারকে। ভীষ্ম হিসেবে ছবি বিশ্বাসকে। দূর্যোধন এর চরিত্রে কল্পনা করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। আর শ্রীকৃষ্ণের চরিত্রে কল্পনা করেছেন শুভেন্দু চট্টোপাধ্যায়কে।
এদিকে সুচিত্রা সেনকে নয় বরং দ্রৌপদী হিসেবে ভাবছেন মাধবী মুখোপাধ্যায়কে। আর চিত্রাঙ্গদা রূপে কল্পনা করা হয়েছে মহানায়িকা সুচিত্রা সেনকে। যুধিষ্ঠির হিসাবে কল্পনা করা হয়েছে অভিনেতা বিকাশ রায়কে। অন্যদিকে অশ্বত্থামা চরিত্রে দেখা যাচ্ছে কিশোর কুমারকে।
অন্যদিকে, অভিমুন্য রূপে তুলে ধরা হয়েছে ধৃতিমান চট্টোপাধ্যায়কে। সবশেষে সত্যবতী ও কুন্তী চরিত্রে কল্পিত হয়েছেন সুপ্রিয়া দেবী আর ছায়া দেবী।দেবী গঙ্গা হিসাবে সাজানো হয়েছে শর্মিলা ঠাকুরকে। ভানু বন্দ্যোপাধ্যায়কে ভেবেছেন একলব্য হিসেবে।
উৎপল দত্তকে কল্পনা করা হয়েছে ধৃতরাষ্ট্র চরিত্রে, আর সন্ডোষ দত্তকে দেখা যাচ্ছে শকুনি মামা চরিত্রে।প্রসঙ্গত, জানা গিয়েছে মহাভারতের গল্প নিয়ে ছবি তৈরি করতে চলেছেন দেব। দীর্ঘদিন ধরেই টলিপাড়ার অন্দরে ‘দ্রৌপদী’ ঘিরে জল্পনা শুরু হয়েছিল। এবার সেই জল্পনাতেই সিলমোহর দিয়ে প্রকাশ্যে এল ছবির পোস্টার।
ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। সদ্যই ক্ল্যাপস্টিক হাতে পরিচালকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন দেব। লেখিকা প্রতিভা রায়ের ‘ইয়াজনাসেনি’ অবলম্বনে এই মেগা বাজেট ছবি বানানো হবে বলে জানা গিয়েছে। তবে দ্রৌপদী কে হবেন তা নিয়ে সংশয়ে ছিলেন দর্শকরা। জানা গিয়েছে এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে।