বিনোদন

এবার গাছেদের মধ্যেই বাঁচবে ঐন্দ্রিলা! মেয়ের স্মৃতি রক্ষায় দারুন উদ্যোগ শিখা দেবীর

দেখতে দেখতে প্রায় এক বছর হতে যায় না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ঐন্দ্রিলা শর্মা। অনুরাগীদের কাছে তাঁর স্মৃতি ফিকে হতে শুরু করেছে ধীরে ধীরে। কিন্তু বাবা মা দিদির কাছে আজও জীবন্ত ঐন্দ্রিলা শর্মা। তাঁর প্রতিটা মুহূর্ত আজও একই রকম টাটকা পরিবারের কাছে। তাই তো এত মাস পরেও আবার জীবন্ত হয়ে উঠেছে সে।

মৃত্যুর ১১ মাসের মাথায় তাঁকে সকলের মধ্যে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন তাঁর পরিবার। মুর্শিদাবাদের মেয়ে ঐন্দ্রিলা। তাঁর স্মৃতির উদ্দেশ্যে এবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বৃক্ষ রোপন করলেন অভিনেত্রীর মা শিখা শর্মা। এদিন বেশ কিছু গাছের চারা রোপণ করেন তিনি।

বহরমপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হল এই বৃক্ষরোপণ কর্মসূচি। শিখা দেবী জানান, গাছে গাছেই বেঁচে থাকুক মেয়ে। স্বর্গীয় কন্যাকে যে কোনও মূল্যেই সকলের মধ্যে বাঁচিয়ে রাখতে চান তাঁর পরিবার। আর ঐন্দ্রিলাকে হারিয়ে যেতে দিতে চায় না তাঁর অনুরাগীরাও।

আরও পড়ুন: গা ভর্তি গয়না, বেনারসিতে সিঁদুর দান! এবার কি চুপিসারে বিয়ে সারলেন দেবচন্দ্রিমাও?

কিছুদিন আগেই মরণোত্তর বিশেষ কৃতী সম্মান দেওয়া হয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। রাজ্য সরকারের তরফে আজীবন স্বীকৃতি এবং মরণোত্তর স্বীকৃতি দেওয়া হচ্ছে ২০১৪ সাল থেকে।

অভিনেত্রীর হয়ে এই বিশেষ সম্মান গ্রহণ করেন তাঁর বাবা মা। মঞ্চে উঠেই বাঁধ ভাঙা চোখের জলে ভেসে যান মা। হাতে ছিল মেয়ের ছবি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “টেলি অ্যাকাডেমি মরণোত্তর স্মৃতি পুরস্কার পেয়েছে আমার ঐন্দ্রিলা। আমরা মা-বাবা নিলাম। অসাধারণ আতিথেয়তা পেলাম মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। উনি ঐন্দ্রিলাকে খুব ভালবাসতেন সে কথা জানালেন। অনেক কথা হল ঐন্দ্রিলাকে নিয়ে। আমরা আপ্লুত। আমার মানিকের স্মৃতি আঁকড়ে এভাবেই বেঁচে থাকব”।

আরও পড়ুন: জোর কদমে চলছে পুজোর ছবির প্রচার! এরমধ্যেই কীভাবে ছেলের জন্য সময় বের করলেন কোয়েল?

মৃত্যুর পর থেকেই ঐন্দ্রিলার ফেসবুক, ইনস্টাগ্রাম পেজকে সচল রেখেছে তাঁর পরিবার। তার আগের ছোট ছোট মুহূর্ত স্মৃতি সোশ্যাল মিডিয়ায় প্রায় আপলোড করেন দিদি ঐশ্বর্য। নিজের ছোট বোনকে এভাবেই স্মৃতির মধ্যে দিয়ে বাঁচিয়ে রেখেছেন তারা।

প্রসঙ্গত, ২০১৫ সালের প্রথম ক্যান্সার ধরা পড়ে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। এরপর তারা দেড় বছর লড়াই করে সুস্থ হয়ে ফিরে আসেন তিনি। কিন্তু ২০২১-এ ফের তার দেহে থাবা বাসায় মারন রোগ। কিন্তু সেক্ষেত্রেও অদম্য জেদ ও লড়াইয়ের জেরে ফের একবার ফিরে আসেন ঐন্দ্রিলা। কিন্তু শেষ রক্ষা হয় না তৃতীয়বারের বেলায়। পয়লা নভেম্বর ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। ২০ দিন লড়াই করার পর অবশেষে হার মানেন জীবনের সবথেকে বড় তিক্ত সত্যির কাছে।

Back to top button