বিনোদন

বোনকে হারানোর ১০ মাস! ঐন্দ্রিলাকে হারানোর শোক ভুলতে কী করছেন দিদি ঐশ্বর্য?

মৃত্যুর পর আজ প্রায় ১০ মাস কেটে গিয়েছে। অনুরাগীদের কাছে তাঁর স্মৃতি ফিকে হতে শুরু করেছে ধীরে ধীরে। কিন্তু বাবা মা দিদির কাছে আজও জীবন্ত ঐন্দ্রিলা শর্মা। তাঁর প্রতিটা মুহূর্ত আজও একই রকম টাটকা পরিবারের কাছে। বাড়িতে সব সময়ই যেন মন খারাপের মুহূর্ত। কিন্তু তার মধ্যে থেকেও বাঁচতে হবে। তাই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন অভিনেত্রীর দিদি ঐশ্বর্য শর্মা।

কিছুদিন আগেই গেছে গণেশ চতুর্থী। এখন কলকাতাতেও মহা সমারোহে গণেশ চতুর্থী পালন হয়ে থাকে। সেই পুজোতেই বন্ধুদের সঙ্গে আনন্দ করতে দেখা গেল ঐন্দ্রিলার দিদিকে। দেখেই বোঝা যাচ্ছে মনে বোনের স্মৃতি নিয়েও ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তাঁরা।

গণেশ পুজোর বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে একজন কমেন্ট করেছেন, সবাই থাকলেও একজন নেই। অর্থাৎ শুধু বাড়ির লোক নয়, ঐন্দ্রিলাকে আজও তাঁর পরিবার ছাড়াও অনুরাগীরাও একই রকম ভাবে মিস করেন।

পেশায় চিকিৎসক ঐন্দ্রিলার দিদি কলকাতারই একটি হাসপাতালের সঙ্গে যুক্ত। এখন ইউটিউব চ্যানেলও চালান। প্রতি দিনের নানা ধরনের কাজের সঙ্গে ভিডিয়োও করতে থাকেন তিনি। সেখানেই ঐন্দ্রিলার পুরনো মুহূর্ত শেয়ার করেন তিনি। কিছুদিন আগেই সেখানে প্রয়াত অভিনেত্রীর ছোটবেলার ভিডিও শেয়ার করেছিলেন তার দিদি।

আবার, রাখির দিনে না ফেরার দেশে হারিয়ে যাওয়া ছোট্ট বোনকে মিস করছেন ঐন্দ্রিলার দিদি। সোশ্যাল মিডিয়ায় পুরনো ভিডিও পোস্ট করে লিখেছেন, যত দিন যাচ্ছে ততই যেন সব কিছু আরও কঠিন হয়ে যাচ্ছে। হ্যাপি রাখি বোনু। সঙ্গে হৃদয়ের ইমোজি।

মৃত্যুর পর থেকেই ঐন্দ্রিলার ফেসবুক, ইনস্টাগ্রাম পেজকে সচল রেখেছে তাঁর পরিবার। তার আগের ছোট ছোট মুহূর্ত স্মৃতি সোশ্যাল মিডিয়ায় প্রায় আপলোড করেন দিদি ঐশ্বর্য। নিজের ছোট বোনকে এভাবেই স্মৃতির মধ্যে দিয়ে বাঁচিয়ে রেখেছেন তারা।

Back to top button