বিনোদন

মরণোত্তর কৃতি সম্মান পেলেন ঐন্দ্রিলা শর্মা! ফের অশ্রুসিক্ত অনুরাগী মহল

মৃত্যুর পর আজ প্রায় ৯ মাস কেটে গিয়েছে। অনুরাগীদের কাছে তাঁর স্মৃতি ফিকে হতে শুরু করেছে ধীরে ধীরে। কিন্তু বাবা মা দিদির কাছে আজও জীবন্ত ঐন্দ্রিলা শর্মা। তাঁর প্রতিটা মুহূর্ত আজও একই রকম টাটকা পরিবারের কাছে। তাই তো এত মাস পরেও আবার জীবন্ত হয়ে উঠেছে সে।

মৃত্যুর নয় মাসের মাথায় মরণোত্তর বিশেষ কৃতী সম্মান দেওয়া হল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। বৃহস্পতিবার এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়মিত পুরস্কারের পাশাপাশি আজীবন স্বীকৃতি এবং মরণোত্তর স্বীকৃতি দেওয়া হবে এবার। ২০১৪ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

কিছুদিন আগেই অভিনেত্রীর ইউটিউব চ্যানেল সক্রিয় হয়ে উঠেছিল। সেখানে পোস্ট করা হয়েছিল ১১ বছর বয়সি ঐন্দ্রিলার এক ভিডিয়ো। ভিডিয়োতে একটি নামী স্বর্ণালঙ্কারের দোকানের বিজ্ঞাপনে দেখা যাচ্ছে ঐন্দ্রিলাকে।এটিই ছিল অভিনেত্রীর জীবনের প্রথম বিজ্ঞাপনের কাজ।

মৃত্যুর পর থেকেই ঐন্দ্রিলার ফেসবুক, ইনস্টাগ্রাম পেজকে সচল রেখেছে তাঁর পরিবার। তার আগের ছোট ছোট মুহূর্ত স্মৃতি সোশ্যাল মিডিয়ায় প্রায় আপলোড করেন দিদি ঐশ্বর্য। নিজের ছোট বোনকে এভাবেই স্মৃতির মধ্যে দিয়ে বাঁচিয়ে রেখেছেন তারা।

প্রসঙ্গত, ২০১৫ সালের প্রথম ক্যান্সার ধরা পড়ে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। এরপর তারা দেড় বছর লড়াই করে সুস্থ হয়ে ফিরে আসেন তিনি। কিন্তু ২০২১-এ ফের তার দেহে থাবা বাসায় মারন রোগ। কিন্তু সেক্ষেত্রেও অদম্য জেদ ও লড়াইয়ের জেরে ফের একবার ফিরে আসেন ঐন্দ্রিলা। কিন্তু শেষ রক্ষা হয় না তৃতীয়বারের বেলায়। পয়লা নভেম্বর ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী।

২০ দিন লড়াই করার পর অবশেষে হার মানেন জীবনের সবথেকে বড় তিক্ত সত্যির কাছে। সবাইকে কাঁদিয়ে রবিবার দুপুর ১২টা ৫৯ নাগাদ প্রয়াত হন অভিনেত্রী।

Back to top button