বিনোদন

কঠিন হচ্ছে দিন, হ্যাপি রাখি বুনু! উৎসবের দিনে চোখে জল নিয়ে পুরনো ভিডিও শেয়ার ঐন্দ্রিলার দিদির

মৃত্যুর পর আজ প্রায় ৯ মাস কেটে গিয়েছে। অনুরাগীদের কাছে তাঁর স্মৃতি ফিকে হতে শুরু করেছে ধীরে ধীরে। কিন্তু বাবা মা দিদির কাছে আজও জীবন্ত ঐন্দ্রিলা শর্মা। তাঁর প্রতিটা মুহূর্ত আজও একই রকম টাটকা পরিবারের কাছে। তাই তো এত মাস পরেও আবার জীবন্ত হয়ে উঠেছে সে। বিশেষ করে উৎসবের দিন গুলোতে যেন পরিবারের তরফে আরো বেশি করে মনে পরে হারিয়ে যাওয়া প্রিয় সদস্যকে। তাই রাখীর দিনে ছোট্ট বোনকে মনে করে ফের মন ভারাক্রান্ত হল দিদির।

মৃত্যুর নয় মাসের মাথায় ফের একবার প্রয়াত অভিনেত্রীর পুরনো ভিডিও শেয়ার করলেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য। এই ভিডিও দেখে ফের চোখের জলে ভেসেছেন তাঁর অনুরাগীরা। চোখে জল এসেছে নেটিজেনদের।

রাখি বন্ধনের উৎসব। একে অপরকে বেঁধে রাখার উৎসব। তাই এই দিনে না ফেরার দেশে হারিয়ে যাওয়া ছোট্ট বোনকে মিস করছেন ঐন্দ্রিলার দিদি। সোশ্যাল মিডিয়ায় পুরনো ভিডিও পোস্ট করে লিখেছেন, যত দিন যাচ্ছে ততই যেন সব কিছু আরও কঠিন হয়ে যাচ্ছে। হ্যাপি রাখি বোনু। সঙ্গে হৃদয়ের ইমোজি।

প্রতিটা মুহূর্তে ছোট্ট বোনকে বড্ড মিস করেন ঐশ্বর্য। আর এই বিশেষ দিনগুলোতে যেন রঙিন স্মৃতিগুলো একেবারে আঁকড়ে ধরে। ঐন্দ্রিলার দিদির শেয়ার করা ভিডিয়োতে যেন আরও একবার জীবন্ত হয়ে উঠেছেন তিনি।

মৃত্যুর পর থেকেই ঐন্দ্রিলার ফেসবুক, ইনস্টাগ্রাম পেজকে সচল রেখেছে তাঁর পরিবার। তার আগের ছোট ছোট মুহূর্ত স্মৃতি সোশ্যাল মিডিয়ায় প্রায় আপলোড করেন দিদি ঐশ্বর্য। নিজের ছোট বোনকে এভাবেই স্মৃতির মধ্যে দিয়ে বাঁচিয়ে রেখেছেন তারা।

Back to top button