এই অভিনেত্রীর জন্যই সংসারে ভাঙন! অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদ কি তবে পাকা?

Published on:

একসঙ্গে সবাইকে খুশি করা সম্ভব না! বিচ্ছেদের জল্পনার মাঝেই একী বলে বসলেন অভিষেক?

ফিকে হয়ে যাচ্ছে সম্পর্ক। একের পর এক ঘটনা যেন প্রমাণ করছে বচ্চনের পরিবারের সঙ্গে ঐশ্বর্যর ফাটলের ছবি। নিজের ব্লগেও সেই ইঙ্গিত দিতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। সোশ্যাল মিডিয়ায় অভিষেকের কিছু কর্মকাণ্ড যেন বিচ্ছেদের দিকেই খানিকটা ইশারা করছে। কিন্তু এরমধ্যেই নেটিজেনদের মতে এক বিশেষ অভিনেত্রীর জন্যই নাকি সংসারে ভাঙন।

অনন্ত আম্বানির বিয়েতে ঐশ্বর্য মেয়ে আরাধ্যাকে উপস্থিত হয়েছিলেন। সেখানে নিমন্ত্রণ রক্ষায় গিয়েছিল বচ্চন পরিবারের বাকিরাও। কিন্তু ওই টুকুই সার। কথা হয়নি উভয় পক্ষের মধ্যে। এই সৌজন্যতার অভাব চোখ এড়ায়নি কারোর। আর সেখানে গিয়েই নাকি মন্ত্রণা পেয়ে সম্পর্ক আরও তলানিতে।

   
 ⁠

অভিনেত্রী আর কেউ নন। তিনি হলেন রেখা। কথায় আছে শত্রুর শত্রু বন্ধু হয়। এক্ষেত্রেও সেই থিওরিই দেখা যাচ্ছে। আসল বিষয়টি হল আম্বানিদের বিয়েতে স্বামী, শশুর বাড়ির কারোর সঙ্গে কথা না বললেও রেখার সঙ্গে জমিয়ে গল্প করতে দেখা গেল ঐশ্বর্য রাইকে। এমনকি রেখা বিশ্বসুন্দরীর কানে কানেও বেশ কিছু কথা বললেন। যা নজরে পড়তেই বি টাউন জুড়ে শুরু হল আলোচনা।

  
 ⁠

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রেখা ও ঐশ্বর্য একটি ভিডিও। সেখানে দেখা গেল, ঐশ্বর্যর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারছেন রেখা। এত পর্যন্ত সব ঠিকই ছিল। এরপরই দেখা যায় ঐশ্বর্যর কানে রেখা ফিসফিস করে কিছু বলছেন। অনেকেই বলছেন আবার, প্রাক্তন প্রেমিকের বউমাকে হয়তো কানে ‘কু-মন্তর’ দিয়েছেন রেখা।

তাঁদের দাম্পত্য নিয়ে এযাবৎ যা কিছু শোনা গিয়েছে, তা নিয়ে কোনও প্রতিক্রিয়াই জানাননি অভিষেক এবং ঐশ্বর্যা। জল্পনা মেনেও নেননি, আবার পত্রপাঠ খারিজও করে দেননি। কিন্তু কয়েকদিনের তাঁদের কর্মকাণ্ডে বিচ্ছেদের জল্পনাই যেন আরও স্পষ্ট হচ্ছে।