আম্বানিদের ছেলের বিয়েতে দেখা মিলেছিল বচ্চন পরিবারের। ঐশ্বর্যও ছিলেন সেখানে। এরপর আরাধ্যার স্কুলের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গিয়েছিল বচ্চন পরিবারকে। যা দেখে সবাই ভেবেছিল সমস্যা হয়ত মিটে যাওয়ার পথে। কিন্তু অনুরাগীরা নিরাশ হলেন সম্প্রতি এক ভিডিও দেখে। বিচ্ছেদের শিকড় যে ক্রমেই গভীরে যাচ্ছে তা আরও স্পষ্ট হচ্ছে।
সম্প্রতি বচ্চন পরিবার হাজির হয়েছিলেন তাঁদের ম্যানেজিং ডিরেক্টর রাজেশ যাদবের ছেলের বিয়ের অনুষ্ঠানে। অভিষেক সহ জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন সেই অনুষ্ঠানে হাজির হলেও কোথাও দেখা মেলেনি ঐশ্বর্যার। স্বাভাবিক ভাবেই অনুপস্থিত ছিল আরাধ্যাও।
যখন ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্কের টালমাটাল অবস্থা ঠিক তখনই দেখা গিয়েছিল, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে সপরিবারে গিয়েছিলেন অমিতাভ।
ভিড়ের মধ্যেও বউকে আগলে রেখেছিলেন অভিষেক। ঐশ্বর্যর ওড়না মাটিতে লুটিয়ে পড়েছিল। স্ত্রীকে সেই সময় ওড়না তুলতে সাহায্য করলেন অভিষেক। ছেলে এবং বৌমাকে একসঙ্গে নিয়ে নাতনির অনুষ্ঠান দেখতে যান অমিতাভ। ফেরার সময় ঐশ্বর্য আরাধ্যা অভিষেককে একই গাড়িতে করে ফিরতে দেখা যায়। এরপরেই প্রশ্ন উঠছে তাহলে কি বিচ্ছেদের জল্পনা কেবলই জল্পনা? নাকি বিচ্ছেদের গুঞ্জন থেকে চোখ সরাতেই এই পদক্ষেপ?