ধুম ২-তে গভীর চুম্বনের দৃশ্য! আইনি নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য রাই, এরপর কী করলেন অভিনেত্রী?

Published on:

ধুম ২-তে গভীর চুম্বনের দৃশ্য! আইনি নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য রাই, এরপর কী করলেন অভিনেত্রী?

সিনেমার চিত্রনাট্যের খাতিরে অনেক ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করতে হয়। সেক্ষেত্রে কেউ এটা মেনে নিতে পারে আবার অনেকেই মানতে পারেননা। তেমনই ঐশ্বর্য রাইও এই ধরনের ঘনিষ্ট দৃশ্যে স্বাচ্ছন্দ ছিলেন না। পর্দায় চুমু কিংবা ঘনিষ্ট দৃশ্যে একেবারেই না ছিল তাঁর। কিন্তু এমন একটি সিনেমায় তাঁকে ঘনিষ্ট হতে দেখা গেছে যেখানে অভিনয় করেছেন খোদ অভিষেকও। এই দৃশ্যের জন্য আইনি নোটিশও পেয়েছিলেন অভিনেত্রী।

ঐশ্বর্য রাই বচ্চন একবার এক সাক্ষাৎকারে নিজেই জানয়ে ছিলেন ভারতীয় অভিনেত্রীরা এই ধরনের দৃশ্যে স্বাচ্ছন্দ বোধ করেন না। তিনি নিজেও এই ধরনের দৃশ্যে অভিনয় করতে চাননা। কিন্তু ধুম ২ ছবিতে ঋত্বিক রোশনের সঙ্গে তাঁর চুমুর দৃশ্য ঝড় তুলেছিল। এরপর অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতেও বিশ্ব সুন্দরীর ঘনিষ্ট দৃশ্য নজর কেড়েছিল।

   
 ⁠

ঐশ্বর্য জানান, ধুম ২ এর ওই দৃশ্যে অভিনয়ের পর এক ভক্তের কাছ থেকে আইনি নোটিশ পেয়েছিলেন। তাতে লেখা ছিল, “আপনি একজন কিংবদন্তি। অন্যান্য মেয়েদের কাছে আপনি একজন নিদর্শন। আপনার জীবনধারা দেখে তাঁরা অনেককিছু শেখে। ফলে এই ধরনের দৃশ্যে অভিনয় করলে, তাঁরা আপনার থেকে কী শিখবে”?

  
 ⁠

এদিকে এই সিনেমার সেই ঘনিষ্ট দৃশ্য মানতে পারেননি জয়া বচ্চন। যদিও তিনি বৌমার নাম নিয়ে সরাসরি কিছু বলেননি। কিন্তু তাও তাঁর মন্তব্য ইঙ্গিত করেছিল সেদিকেই।

করণ জোহরের পরিচালনায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে খানিকক্ষণের জন্য দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। সেখানে রণবীর কাপুরের সঙ্গে চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। এই দেখেই হয়ত বিরক্ত হয়েছিলেন জয়া বচ্চন। এক সাক্ষাৎকারে দৃশ্যটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।