ছোট থেকেই এই বিশেষ শিক্ষা দিয়েছেন আরাধ্যাকে! মেয়েকে কোন কঠোর নিয়মে বেঁধেছেন ঐশ্বর্য?

Published on:

ছোট থেকেই এই বিশেষ শিক্ষা দিয়েছেন আরাধ্যাকে! মেয়েকে কোন কঠোর নিয়মে বেঁধেছেন ঐশ্বর্য?

তারকারা প্রকাশ্যে বেরোলেই ছবি শিকারীদের হাত থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন ব্যাপার। এরপর সঙ্গে যদি থাকে তাদের সন্তান তাহলে তো আর কথাই নেই। কিন্তু এই সন্তানরা ছবি শিকারীদের কিভাবে নেয় তারা কি ভয় পায়? নাকি বিষয়টির সঙ্গে মানিয়ে নিতে পারে? যদিও ঐশ্বর্য রাই বচ্চন ছোট থেকেই তার মেয়েকে এই সমস্ত বিষয়ের সঙ্গে অভ্যস্ত করে তুলেছেন।

বিমানবন্দরে বা কোন অনুষ্ঠানে তারকারা গেলেই দেখা যায় ছবি শিকারীরা হামলে পড়েন ছবি তোলার জন্য। সেই মুহূর্তকে স্বাভাবিক রাখতে মেয়েকে ছোট থেকেই তালিম দিচ্ছেন ঐশ্বর্য। আরাধ্যা বরং বিরক্ত হলেও পরিস্থিতিকে সামলে নেন বিশ্বসুন্দরী। জারি রাখেন নিজেদের মধ্যে কথোপকথন।

   
 ⁠

এই প্রসঙ্গে ঐশ্বর্য একবার জানান, “কখনও কখনও ছবিশিকারিদের দেখে আরাধ্যা বলে ওঠে, ‘হে ভগবান আবার কেন!’ আমি তখন ওকে বলি, কী আর করা যাবে। ওরা এসে গিয়েছে। আমরা তো আমাদের মতো কথা বলে যাচ্ছি”।

  
 ⁠

এই প্রসঙ্গে বিরক্তি প্রকাশ করে ঐশ্বর্য আরো বলেন, “আরও পাঁচ জন সাধারণ মানুষের মতো আমি মেয়ের হাত ধরে গাড়ির দিকে হেঁটে যাচ্ছি। চারপাশে দেখি ছবিশিকারিদের নাটক চলছে। আমি কিন্তু তখনও মেয়ের সঙ্গে কথোপকথন জারি রেখেছি”।