ভাঙা হাতেই রেড কার্পেটে ঐশ্বর্য! কীভাবে চোট পেয়েছিলেন বিশ্ব সুন্দরী? অবশেষে জানা গেল কারণ

Published on:

আপনার শরীরের সঙ্গে কখনও আপোষ করবেন না! কার উদ্দেশ্যে এই বার্তা ঐশ্বর্যর?

ভাঙা হাতেই ছিনিয়ে নিয়েছিলেন স্পটলাইট। কান ফিল্ম ফেস্টিভ্যালে স্বমহিমায় ধরা দিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। লাল কার্পেটে জাদু ছড়িয়েছেন তিনি। রাই সুন্দরীকে দেখে প্রশংসার ঝড় সর্বত্র। তবে এবার সামনে এলো তাঁর হাতে চোট পাওয়ার কারণ।

বৃহস্পতিবার বিমানবন্দরে দেখা গিয়েছে তার হাতে প্লাস্টার। তবে কি কারণে তিনি হাতে চোট পেয়েছেন সেই কথা জানাননি। মেয়েকে সঙ্গে নিয়ে ফ্রান্সের উদ্দেশ্যে উড়ে গিয়েছেন। এরপর কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখা গেল ভাঙ্গা হাতেই রেড কার্পেটে হেঁটে মাতালেন তিনি।

   
 ⁠

গাউনের শেষ প্রান্ত জুড়ে সোনালি ফুল যেন স্পটলাইটের মূল আকর্ষণ । বয়সের ছাপ একেবারেই ধরা পড়ল না, লাল কার্পেটে ঐশ্বর্যর কালো জাদু মুগ্ধতা ছড়িয়েছে। আর ডান হাতের প্লাস্টার যেন এই পোশাকে দেখে মনে হচ্ছে বাড়তি মাত্রা দিয়েছে।

  
 ⁠

ঘনিষ্ট মহিল সূত্রে খবর, পড়ে গিয়ে হাতের কব্জিতে চোট পেয়েছেন ঐশ্বর্য। চিকিৎসকদের পরামর্শ মেনেই গিয়েছেন কান ফিল্ম ফেস্টিভ্যালে। সেখান থেকে ফিরে তাঁর অস্ত্রোপচার হবে বলেও সূত্রের খবর।

এক আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের মুখ হিসাবে অংশগ্রহণ করেছিলেন ঐশ্বর্য। এর আগে বহুবার কানের পোশাক নিয়ে সমালোচিত হয়েছেন তিনি। কালো গাউনের সঙ্গে তাঁর ক্যাটস আইলাইনার এবং বোল্ড লিপ ছিল এক্কেবারে মানানসই।