পর্দায় চুমু খেলে কতটা আলোচনা হবে জানতাম…. ঘনিষ্ট দৃশ্যে অভিনয় নিয়ে বিতর্কিত মন্তব্য ঐশ্বর্যর

Avatar

Published on:

কেরিয়ার নাকি সংসার, কোনটা বেশি গুরুত্বপূর্ণ ঐশ্বর্যর কাছে? বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই মুখ খুললেন অভিনেত্রী

নানান কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিতর্কে জড়িয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। কখনো পারিবারিক কারণে আবার কখনো পেশাগত কারণে বারবার বিতর্কের শিরোনামে এসেছেন তিনি। অ্যায় দিল হ্যায় মুশকিল’ছবির ঘনিষ্ট দৃশ্য নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী।

ঐশ্বর্য বলেছিলেন, “আমি ঠিক করেছিলাম, অন্য কেউ আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে না, সেই জন্যই ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এ কাজ করতে পেরেছি। চিত্রনাট্যে একটি চুম্বনদৃশ্য ছিল। তবে পরিচালককে আমি বলেছিলাম, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। আমরা চুম্বনদৃশ্য বাদ দিতে পারি। সেই একই সময়েই ‘শব্দ’ ছবিতে অভিনয় করি। মহিলা পরিচালক ছিলেন। ছবিতে চু্ম্বনদৃশ্য ছিল না। তবে ঘনিষ্ঠ দৃশ্য ছিল। পরে আমরা হাসাহাসি করেছিলাম। একটা দূরত্ব বজায় রেখে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আমার সমস্যা নেই। কিন্তু জানি, পর্দায় আমি চুম্বন করলে সেটা নিয়ে কতটা আলোচনা হবে”।

   
 ⁠

প্রসঙ্গত, যদিও অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির এই অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন জয়া বচ্চন। জয়া বচ্চনও ঐশ্বর্যের সিনেমার একটি দৃশ্য মানতে পারেননি। যদিও তিনি বৌমার নাম নিয়ে সরাসরি কিছু বলেননি। কিন্তু তাও তাঁর মন্তব্য ইঙ্গিত করেছিল সেদিকেই।

  
 ⁠

করণ জোহরের পরিচালনায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে খানিকক্ষণের জন্য দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। সেখানে রণবীর কাপুরের সঙ্গে চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। এই দেখেই হয়ত বিরক্ত হয়েছিলেন জয়া বচ্চন। এক সাক্ষাৎকারে দৃশ্যটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

জয়া বচ্চন জানিয়েছিলেন, “আগে পরিচালকেরা শিল্প তৈরি করতেন। এখন সবটা ব্যবসা হয়ে গিয়েছে। মানুষ সভ্যতা ভুলে গিয়েছে। খোলামেলা দৃশ্যই এখন স্মার্টনেস। লজ্জা বলে শরীরে কোনও বস্তু নেই”।