ঐশ্বর্যকে হাত জোড় করে অনুরোধ অমিতাভের! তাও শ্বশুরকে ফিরিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্ব সুন্দরী

Avatar

Published on:

ঐশ্বর্যকে হাত জোড় করে অনুরোধ অমিতাভের! তাও শ্বশুরকে ফিরিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্ব সুন্দরী

এখন সব সময় শিরোনামে বচ্চন বাড়ির অন্দরমহলের টুকিটাকি। সেই বাড়িতে কখন কি হচ্ছে সেদিকেই নজর সকলের। ইতিমধ্যেই অভিষেক এবং ঐশ্বর্যের সম্পর্কে যে চিড় ধরেছে সে প্রমাণ মিলেছে একাধিকবার। এবার আরও এক কাহিনী প্রকাশ্যে এল। জানা গেলো অমিতাভ বচ্চন একবার একটি বিষয়ে হাত জোর করে অনুরোধ করেছিলেন ঐশ্বর্যকে। কিন্তু সেই কথা রাখেননি তাঁর পুত্রবধূ।

কৌন বনেগা ক্রোড় পতি’র মঞ্চে অতিথি হিসাবে এসেছিলেন লেখিকা সুধা মূর্তি। সেখানেই তাঁদের পরিবারের একাধিক কথা উঠে আসে। তখনই এই প্রসঙ্গ ওঠে। পরিবারের কথা বলতে থাকেন অমিতাভ।

   
 ⁠

বিগ বি বলেন, “আমার স্ত্রী জয়ার অনেক লম্বা চুল ছিল। ওকে বিয়ে করার এটাও একটা অন্যতম কারণ ছিল। চুলে মেয়েদের সৌন্দর্য। তাই আমার মেয়েকেও মানা করি চুল কাটতে। নাতনি আরাধ্যার চুল যখন আমার বৌমা ঐশ্বর্য কাটিয়ে আনে হাতজোড় করে বার বার মানা করি যে চুল না কাটায়। কিন্তু কেউ আমার কোনও কথা শোনেই না”।

  
 ⁠

শোনা যায় একসময় অভিষেকের সঙ্গে প্রেম করতেন করিশ্মা কাপুর তারা বিয়ে করবেন বলেও ঠিক করেছিলেন। কিন্তু করিশ্মার মায়ের আপত্তি থাকায় সেই বিয়ে হয়নি এরপর সম্পর্ক এগোয় তিক্ততার দিকে। দুই পরিবারের মধ্যে কোন সম্পর্কই ছিল না। তারপর স্বাভাবিকভাবেই ঐশ্বর্যর সঙ্গে বিয়ে হয় অভিষেকের।