তাদের প্রেম নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল নানান মহলে। চর্চা হয়েছিল প্রচুর। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রেম টেকেনি। বরং স্মৃতি হয়েছে আরো তিক্ত। কথা হচ্ছে সালমান খান এবং ঐশ্বর্য রাইকে নিয়ে। এরপরই অভিষেকের সঙ্গে বিয়ে হয় ঐশ্বর্যর। তবে সালমান খানের সঙ্গে এখনো সম্পর্ক ভালো অভিষেকের। কিন্তু এক সময়ে এই সালমানই ছিল ঐশ্বর্যর জীবন। এই কথা স্বীকারও করেছিলেন বিশ্বসুন্দরী।
কফি উইথ করণ শোতে এসেছিলেন ঐশ্বর্য। তখন সালমানের সঙ্গে তাঁর সম্পর্ক বর্তমান। অভিষেকের এন্ট্রি তখনও হয়নি। সেই সময় করণ জোহরের এই শো তে এসে ঐশ্বর্য জানিয়েছিলেন, “সলমন আমার জীবন”। কিন্তু তারপর কিছুই আর স্থায়ী হয়নি। ভেঙেছে সম্পর্ক। নতুন করে সংসার বেঁধেছেন অভিনেত্রী।
তবে এখনও ঐশ্বর্যর স্বামীকে নিয়ে সব সময়ই প্রশংসা শোনা যায় সালমানের গলায়। সালমান বলেন, “ও খুব ভাল, ওকে নিয়ে আমার কোনও দিন কোনও সমস্যা নেই। খুব ভা পরিবারে গিয়েছে ঐশ্বর্য। বচ্চন পরিবারের একটা আভিজাত্য রয়েছে”।
অভিষেকের সঙ্গে বিয়ে নিয়ে সালমান খান বলেন, “এতগুলো বছর কেটে গিয়েছে। ঐশ্বর্য এখন অন্য কারওর স্ত্রী। আমি খুবই খুশি যে, ঐশ্বর্য অভিষেককে বিয়ে করেছেন। অভিষেক দারুণ মানুষ। ঐশ্বর্যর খুব বড় পরিবারে বিয়ে হয়েছে। ওরা খুব ভাল আছে একসঙ্গে। এটাই তো এক এক্স বয়ফ্রেন্ড চাইতে পারে”।
তবে ভাইজান ও বিশ্ব সুন্দরীর সম্পর্কের ভাঙ্গনের কারণ হিসেবে তারা দুজন একেক সময় একেক রকম কথা বললেও যারা খুব কাছ থেকে তাদের সম্পর্ক দেখেছিলেন তারা অবশ্য জানিয়েছেন বোঝাপড়ার অভাবের কারণেই ভেঙে গিয়েছে এই সম্পর্ক। আর এর পরেই বিষয়টি গড়িয়েছে তিক্ততার দিকে।