এখন সব সময় শিরোনামে বচ্চন বাড়ির অন্দরমহলের টুকিটাকি। সেই বাড়িতে কখন কি হচ্ছে সেদিকেই নজর সকলের। ইতিমধ্যেই অভিষেক এবং ঐশ্বর্যের সম্পর্কে যে চিড় ধরেছে সে প্রমাণ মিলেছে একাধিকবার। এবার আরও এক ছবি ভাইরাল হল। যা ঘিরে আবার আলোচনা।
পুত্রবধূ ঐশ্বর্যকে বরাবরই কন্যা সম স্নেহ করেন অমিতাভ বচ্চন। পুত্রবধূ এবং শশুরের মধুর মুহূর্ত প্রকাশ্যে এসেছে বহুবার। আমি সাম্প্রতিক কিছু ছবি সেই সম্পর্কের গভীরতা নিয়ে প্রশ্ন তুলেছে। পুত্রবধূর জন্মদিনে শুভেচ্ছাও জানাতে দেখা যায়নি অমিতাভকে। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া এক ছবি যথেষ্ট বোঝাতে সক্ষম যে এখনো শ্বশুরের প্রতি শ্রদ্ধা হয়েছে ঐশ্বর্যর।
ঐশ্বর্য রায়ের ফোনের ওয়াল পেপারের ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ছবি রয়েছে অমিতাভ বচ্চনের। সঙ্গে অবশ্য মেয়ে আরাধ্যর ছবিও রয়েছে। অনুরাগীদের এই ছবি দেখে ধারণা আগের মতই এখনো শ্বশুরের প্রতি শ্রদ্ধা রয়েছে ঐশ্বর্যর।
কিন্তু এত কিছুর পরেও বচ্চন পরিবারের চিড় কিছুতেই জোড়া লাগছে না। দূরত্ব যেন ক্রমেই বাড়ছে। তবে অনুরাগীরা চাইছেন সমস্ত কিছু মিটিয়ে আবার একই ছাদের তলায় থাকুক অভিষেক-ঐশ্বর্য।