মানেননি চিকিৎসকের পরামর্শ! আরাধ্যার জন্মের আগে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন ঐশ্বর্য

Published on:

মানেননি চিকিৎসকের পরামর্শ! আরাধ্যার জন্মের আগে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন ঐশ্বর্য

প্রতিমুহূর্তে এখন চর্চায় ঐশ্বর্য রাই। তিনি কখন কী করছেন, কী বলছেন সব কিছুই মুহূর্তেই ভাইরাল। স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে এসে রয়েছেন এখন তিনি। আর এই নিয়ে এখন তুমুল আলোচনা। মেয়েকে নিয়ে যে তিনি সদা সতর্ক সেই বিষয়টিও লক্ষ্য করার মতোই। সারাক্ষণ মেয়েকে চোখে চোখে রাখেন তিনি। এর মধ্যেই এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে।

ঐশ্বর্যর ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যাচ্ছে আরাধ্যাকে জন্ম দেওয়ার সময়ের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন তিনি। ৩৮ বছরে গিয়ে সন্তান জন্ম দেওয়ার সময় বড় সিদ্ধান্ত নেন বিশ্ব সুন্দরী। সেই কথাই জানিয়েছেন তিনি।

   
 ⁠

ঐশ্বর্য জানান, তিনি সিজারের বদলে নরমাল ডেলিভারির দিকেই এগিয়েছিলেন। এমনকি ব্যথা কমার ওষুধও খাননি। বরং ২ ঘন্টা প্রসব যন্ত্রণা সহ্য করে তিনি আরাধ্যার জন্ম দেন। চিকিৎসক তাঁকে সিজার করার পরামর্শ দিলেও তিনি তাতে রাজি হননি।

  
 ⁠

আরাধ্যা জন্মের পর থেকেই সবটা নিজে হাতে করেছেন অভিনেত্রী।অনেকেই বলেন অতিরিক্ত অনুশাসনে মেয়েকে বেঁধে ফেলেছেন রাইসুন্দরী। কিন্তু সেই সব কথায় কান দিতে নারাজ তিনি। মেয়ের ছায়াসঙ্গী হয়ে থাকেন তিনি সব সময়।