বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই আরাধ্যাকে নিয়ে জলসায় হাজির ঐশ্বর্য! ভাইরাল ভিডিও ঘিরে জোর আলোচনা

Avatar

Published on:

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই আরাধ্যাকে নিয়ে জলসায় হাজির ঐশ্বর্য! ভাইরাল ভিডিও ঘিরে জোর আলোচনা

বেশ কিছুদিন ধরেই বলিউডের অন্যতম চর্চিত দম্পতি ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চনের মধ্যে বিচ্ছেদের খবর আসছে । বহু অনুষ্ঠানে তাদের আলাদাভাবে দেখা গেছে যার কারণে বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়েছে। আম্বানির ছেলের বিয়েতেও আলাদা আলাদা ভাবে যেতে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু সম্প্রতি ঐশ্বর্যর একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে তাকে জলসায় তার মেয়ে আরাধ্যার সঙ্গে দেখা গেছে। আর তার পরেই ফের আলোচনা তাহলে কি সব সমাধানের পথে? যদিও অনুরাগীরা সেটাই চান।

ইনস্ট্যান্ট বলিউডের শেয়ার করা ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অভিষেকের সদ্য কেনা গাড়ি থেকে আরাধ্যা স্কুল ইউনিফর্ম পড়ে নামছে। সবুজ রঙের পোশাক পরে ঐশ্বর্যও নামল গাড়ি থেকে। যদিও তাঁর মুখ ছিল গম্ভীর। সে ওপাশ থেকে নেমে আরাধ্যার আসার জন্য অপেক্ষা করছে।

   
 ⁠

দিন কয়েক আগেই অভিষেক সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের এক পোষ্টে লাইক করেছেন। সেখানে লেখা, “দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক কাটিয়ে একে একে আলাদা হয়ে যাচ্ছেন যুগলরা। কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা, কেন বাড়ছে বিবাহবিচ্ছেদ?”

  
 ⁠

পোস্টে আরও লেখা ছিল , “বিবাহবিচ্ছেদ কারও জন্যই সহজ নয়। হাসিখুশি জীবনের স্বপ্ন কে না দেখেন? প্রবীণ দম্পতি হাত ধরে রাস্তা পার হচ্ছেন, এমন মন ভাল করা দৃশ্য নিজের জীবনে প্রয়োগ করতে কে না চান। তাও কখনও কখনও জীবন আমাদের ইচ্ছে অনুযায়ী চলে না। কিন্তু ছোট-বড় সব কিছুর জন্য পরস্পরের উপর নির্ভর করা যুগলেরা কেন আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন? কেন সম্পর্কের সুতো ছিড়ে বেরিয়ে যান তাঁরা, তার পর কী করে জীবনের সঙ্গে মানিয়ে নেন তাঁরা”। বিবাহ বিচ্ছেদের এই পোস্টে অভিষেকের ‘লাইক’ করা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

তাঁদের দাম্পত্য নিয়ে এযাবৎ যা কিছু শোনা গিয়েছে, তা নিয়ে কোনও প্রতিক্রিয়াই জানাননি অভিষেক এবং ঐশ্বর্যা। জল্পনা মেনেও নেননি, আবার পত্রপাঠ খারিজও করে দেননি। কিন্তু কয়েকদিনের তাঁদের কর্মকাণ্ডে বিচ্ছেদের জল্পনাই যেন আরও স্পষ্ট হচ্ছে।