বিনোদন

ভয়ংকর অভিজ্ঞতার কথা শোনালেন বিশ্বনাথ! সকাল সকাল প্রধানের শুটিং স্পট থেকে উদ্ধার বিশাল অজগর

উত্তরবঙ্গে জমিয়ে শুটিং চলছে প্রধানের। গোটা টিম সেখানে উপস্থিত রয়েছে। সকলেই এখন দারুন ব্যস্ত সেখানে শুটিং সারতে। তবে এরমধ্যেই শুটিং স্পটে ঘটল এক ভয়ঙ্কর কাণ্ড। যা দেখলে রীতিমত শিহরিত হতে হয়। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেতা বিশ্বনাথ বসু।

বৃহস্পতিবার সাত সকালে এক ভিডিও শেয়ার করে তিনি এই সাপ উদ্ধারের কথা জানান। আয়তনে প্রায় ১৫ ফুট লম্বা সাপটি।সকাল সকাল এই সাপ দেখে হইচই পড়ে গিয়েছে স্পটে। সকলেই ভয় পেয়ে গিয়েছিলেন। পরে অবশ্য সাপটি কে উদ্ধার করা হয়।

নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করে বিশ্বনাথ জানান, “এই অভিজ্ঞতা মারাত্মক। সামনে থেকে যে এনাকে দেখতে পাব তা কোনওদিনই আশা করিনি। যাঁরা সাপটি উদ্ধার করেছেন, তাঁরা আমাকে এর সঙ্গে ছবি তুলতে বলছিল। সোহম আবার গলায় জড়িয়ে ছবি তোলার অনুরোধ করছিল। আমি তো ভয়ে একেবারে কাঁটা। ওসব আমার দ্বারা হবে না। তাই দূরে থেকেই দেখলাম। আর ধন্যবাদ জানালাম দর্শন দেওয়ার জন্য”।

এদিকে এদিনই আবার সকালে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ছবির নায়ক তথা প্রযোজক দেব। সেখানে দেখা যাচ্ছে শুটিংয়ের ফাঁকে মায়ের সঙ্গে উত্তরবঙ্গে নদীর ধারে ঘুরছেন তিনি। নদীর জলে পা ডুবিয়ে দারুন মজা করলেন মা ছেলে।

Back to top button