গসিপ

আলাদা থাকছেন কাজল- অজয় দেবগণ! বলিউডে কি তবে বিচ্ছেদের সুর?

কাজল ও অজয় দেবগনের জুটি বলিউডে আরও এক উল্লেখযোগ্য জুটির মধ্যে অন্যতম। প্রথম দিকে ভিন্ন ভিন্ন সম্পর্কে এই দুই তারকা জড়িয়ে থাকলেও বিয়ের পর থেকে একদম আইডিয়াল জুটি হয়ে উঠেছেন তাঁরা। কিন্তু এদের ঘরেও কি ভাঙনের সুর? সম্প্রতি এমনই জল্পনা উঠেছে।

বলিউডে কান পাতলে এখন শোনা যাচ্ছে, বেশ কিছু মাস ধরে আলাদা থাকছেন এই দম্পতি। তাই নাকি কেঁদে ভাসাচ্ছেন তাঁদের কন্যা নাইসা দেবগণ। কিন্তু এই নিয়ে কোনও পক্ষই এখনও কিছু বলেননি। তবে কাজলের সিরিজের প্রচারে অজয় দেবগনের উপস্থিতি খানিকটা সেই জল্পনায় উপশম দিয়েছে।

এদিকে এর মধ্যেই অজয় দেবগন এই পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, পরিবারের সঙ্গে কাটানো সময়ই সব থেকে বেশি দামী। পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে তিনি ক্যাপশন দিলেন, “এই ব্রাঞ্চে সঙ্গে সময় কাটানোর চেয়ে সুন্দর আর কিছুই নেই”।

প্রসঙ্গত, একসঙ্গে কাজ করতে গিয়েই আলাপ হয় অজয়-কাজলের। এরপর ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। অজয় দেবগনের কাছে নিজের ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে যেতেন কাজল। তার সমাধানও করতেন অভিনেতা। এরপর তাঁরা একে অপরের কাছাকাছি আসেন। সেখান থেকেই বাড়ে সম্পর্কের গভীরতা। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। সেখান থেকে ধীরে ধীরে সংসার, সন্তান।

Back to top button