বলিউডের খিলাড়ি তিনি। কিন্তু ২০২৪ সালে একের পর এক ছবি ফ্লপ হয়েছে অক্ষয় কুমারের। ২০২৫ সালের জানুয়ারিতেই মুক্তির অপেক্ষায় রয়েছে স্কাই ফোর্স। কোন সময় নিজের ক্যারিয়ার নিয়ে রাখ ঢাক করেননি তিনি। এবার নিজের একের পর এক ফ্লপ ছবি নিয়ে মুখ খুললেন অভিনেতা।
অক্ষয় কুমার এ প্রসঙ্গে বলেন, “এটা তো প্রথমবারের জন্য হল না। কিন্তু এখানে সবথেকে ভালো জিনিস হল তুমি এভাবে কঠিন পরিশ্রম করে যাও। আমি নিজেকে সেটাই বলি। কেউ যদি আমার সঙ্গে এটা নিয়ে কথা বলেন, আমি তাঁকেও সেটাই বলি। কঠিন পরিশ্রম করে যাও”।
অনেকেই তাকে ছবির কনটেন্ট বেছে নিয়ে তারপর অভিনয় করার পরামর্শ দিয়েছেন। কিন্তু এ পরামর্শ মানতে নারাজ তিনি। অভিনেতার কথায়, “আমি যদি কাজ করতে পারি, তাহলে আমি কেন করব না? আমার গোটা কেরিয়ার তো সেটার উপরেই তৈরি। অনেকেই আমায় বলেছে কন্টেন্ট দেখে ছবি না করার কথা। কিন্তু আমি সেটা ছাড়তে পারব না। আমি বিভিন্ন ধরনের ছবি করতে চাই”।
তার অভিনীত সারফিরা ছবিটি ফ্লপ হয়েছে। বক্স অফিসে কেমন ব্যবসা জমাতে পারেনি এই ছবি। কিন্তু এই ছবিতেই তিনি তার জীবনের সেরা ছবি হিসেবে মন্তব্য করলেন। তার কথায়, “আমি এখনও বলব সরফিরা আমার অন্যতম সেরা ছবি”।
অক্ষয় কুমার প্রথম থেকেই চেয়েছিলেন যে তিনি বেশি অর্থ উপার্জন করতে। তিনি বেশ কিছু বাচ্ছাকে মার্শাল আর্টের ট্রেনিং দিতেন। এর মধ্যেই একজনের বাবা তাকে একটি বিজ্ঞাপন করার জন্য প্রস্তাব দেন।
পরে ভেবে চিন্তে সেই প্রস্তাবে রাজী হন অক্ষয়। ভাবেন কিছু টাকা তো আসবে। এরপর কটা ছবি তুলে তিনি খাবারও পেলেন, ৫০০০ টাকাও পেলেন। পরিশ্রমও হল না। তখন তিনি স্থির করেন মডেলিং করবেন। আর সেই থেকেই শুরু।এখন তাঁকে দেখার জন্য মুখিয়ে থাকে অনুরাগীরা।