করোনা আক্রান্ত অক্ষয়! যাওয়া হল না অম্বানির পুত্রের বিয়েতে

Published on:

কুড়ে কুড়ে খেয়েছিল নিজের ভুল, ঘুম উড়েছিল রাতের! নিজের কোন ভুলের মাশুল গুনছেন অক্ষয়?

এক সপ্তাহ ধরে চলছে অনন্ত আম্বানি ও রাধিকা মারচেন্ডের প্রাক বিবাহ অনুষ্ঠান। আজ সেই বিয়ে। কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারছেন না অক্ষয় কুমার। বাধা সেই করোনা। কোভিডে আক্রান্ত হয়েছেন অভিনেতা। আর তাই উপস্থিত থাকতে পারছেন না আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে।

সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি সরফিরা। ইতিমধ্যেই তার প্রচার সারছিলেন তিনি। কিন্তু তার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। এদিকে যেহেতু তার সেটের অনেকেই করোনা আক্রান্ত ছিলেন তাই তিনি করোনা পরীক্ষা করান। সেই রিপোর্টই আসে শুক্রবারে।

   
 ⁠

এমনিতে এই ধরনের অনুষ্ঠানে যেতে খুব একটা পছন্দ করেননা অক্ষয়। কিন্তু অনন্ত নিজে গিয়ে তাঁকে আমন্ত্রণ জানানোয় মনে করা হয়েছিল এই বিয়েতে উপস্থিত থাকতে পারেন তিনি। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় আম্বানিদের এই আলিশান বিয়েতে তিনি অংশ নিতে পারবেন না। এমনকি থাকতে পারবেন না সরফিরা ছবির শেষ প্রচারগুলোতেও।

  
 ⁠

বর্ষা আসতে না আসতেই ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর অক্ষয় কুমার তাঁদেরই একজন যাঁদের শরীরে এই রোগ থাবা বসিয়েছে। করোনার প্রকোপ থাকলেও তার ক্ষতিকর ক্ষমতা অনেকই কমে গেছে। দ্রুতই সুস্থ হয়ে উঠছেন আক্রান্তরা।