বিনোদন

সুখবর গায়িকার পরিবারে! মা হলেন আকৃতি কক্কর, ছেলে হল না মেয়ে?

সুখবর দিলেন গায়িকা আকৃতি কক্কর। নতুন অতিথি এল তার ঘরে। অর্থাৎ মা হয়েছেন তিনি। পয়লা নভেম্বর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন গায়িকা। মা সন্তান দুজনেই সুস্থ রয়েছেন এখন।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজেই সুখবর দিয়েছেন গায়িকা। তাদের গর্ভাবস্থার শ্যুটিং থেকে একটি আরাধ্য ছবিও শেয়ার করেছেন। নিজের প্রেগন্যান্সির পুরো সময়টা কে একদম অন্যভাবে তুলে ধরেছেন তিনি।

ছবিতে দেখা গিয়েছে,চিরাগ এবং আকৃতি ম্যাচিং সাদা টি-শার্ট এবং জিন্স পরে রয়েছেন।খালি পায়ে দাঁড়িয়ে এক হাতে তাদের জুতো এবং অন্য হাতে বাচ্চার পোশাক। তাদের এই পোস্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। নতুন অতিথিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে।

সোশ্যাল মিডিয়ায় আকৃতি ও চিরাগ লিখেছেন, “১.১১.২০২৩ তারিখে আমাদের পরিবারে একটি ২ ফুটের নতুন প্রাণের জন্ম হয়েছে। আমাদের জীবনের মূল্যবান সম্পদ আমাদের ছোট্ট সন্তান। মহাবিশ্ব আমাদের সবচেয়ে সুন্দর অলৌকিক ঘটনা দিয়ে আশীর্বাদ করেছে। আমরা আমাদের বাবা-মা এবং আমার বোনদের ধন্যবাদ জানাতে চাই। আমাদের সবসময় সাপোর্ট করার জন্য”।

গায়িকার সংযোজন, “আমাদের বন্ধু যারা পরিবারের মতো ছিল এবং আমাদের দেবদূত ডঃ বন্দনা বনসল, ডাঃ অবস্থি এবং সূর্য হসপিটাল-এর টিম তাঁকে এই পৃথিবীতে এমনভাবে নিয়ে আসার জন্য সাহায্য করেছে। সর্বদা আমাদের পাশে থেকেছে। আমাদের সকলের আদরের পুত্র সন্তান। ভীষণ আনন্দিত পিতামাতা আমরা। আমাদের ভালোবাসা, আশীর্বাদ এবং মুহূর্ত উদযাপনে সহায়তা করার জন্য আপনাদের সকলের প্রতি অসীম কৃতজ্ঞতা। এই জীবন বদলের মুহূর্তগুলোকে ক্যাপচার করার জন্য অনেক ভালোবাসা”।

Back to top button