হোটেলে রান্না থেকে গয়নার দোকানে কাজ! কেরিয়ারের শুরুতে অক্ষয় কুমারের স্ট্রাগল চোখে জল আনবে

Avatar

Published on:

হোটেলে রান্না থেকে গয়নার দোকানে কাজ! কেরিয়ারের শুরুতে অক্ষয় কুমারের স্ট্রাগল চোখে জল আনবে

তিনি কোনওদিন অভিনয় জগতে আসবেন সেটাই ভাবতে পারেননি। নিম্নবিত্ত পরিবারের হওয়ায়, চাকরি করে পরিবারের পাশে দাঁড়াবেন এটাই ছিল স্বাভাবিক। কথা হচ্ছে অক্ষয় কুমার কে নিয়ে। তাই কেরিয়ারের শুরুটা নেহাতই ঝড়ের মুখে পড়তে হয়েছিল তাঁকে বারবার। বলিউডের অন্যতম স্তম্ভ অক্ষয় কুমারের কেরিয়ারের শুরুর কাহিনি অনেককেই কাঁদিয়ে দিতে পারে।

একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। এর আগে তিনি ঢাকার একটি হোটেলে তিনি রান্নার কাজও করেছেন। কাজ করেছেন গয়নার দোকানেও। অক্ষয় কুমার প্রথম থেকেই চেয়েছিলেন যে তিনি বেশি অর্থ উপার্জন করতে।

   
 ⁠

তিনি বেশ কিছু বাচ্ছাকে মার্শাল আর্টের ট্রেনিং দিতেন। এর মধ্যেই একজনের বাবা তাকে একটি বিজ্ঞাপন করার জন্য প্রস্তাব দেন। পরে ভেবে চিন্তে সেই প্রস্তাবে রাজী হন অক্ষয়। ভাবেন কিছু টাকা তো আসবে। এরপর কটা ছবি তুলে তিনি খাবারও পেলেন, ৫০০০ টাকাও পেলেন। পরিশ্রমও হল না। তখন তিনি স্থির করেন মডেলিং করবেন। আর সেই থেকেই শুরু।এখন তাঁকে দেখার জন্য মুখিয়ে থাকে অনুরাগীরা।

  
 ⁠

আজ সফলতার শীর্ষে পৌঁছলেও এখনও পুরোনো বাড়ি ভুলতে পারেননি অক্ষয় কুমার। কেরিয়ারের শুরুর দিকে মাসিক ৫০০ টাকা ভাড়ায় থাকতেন তিনি মুম্বইয়ের একটি বাড়িতে। আজও সুযোগ পেলে, সেই বাড়িতে ঢুঁ মারেন অক্ষয়। স্ট্রাগল জীবনের সেই কথা আজও ভোলেননি তিনি।