ব্যাপক নিন্দার মুখে আলমজেব! উসকে উঠল নেপোটিজম বিতর্ক

Avatar

Published on:

ব্যাপক নিন্দার মুখে আলমজেব! উসকে উঠল নেপোটিজম বিতর্ক

সঞ্জয় লীলা বানসালির হীরামান্ডি ওয়েব সিরিজ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। প্রথম সপ্তাহে বিপুল দর্শক দেখেছে নেটফ্লিক্সে এই ওয়েব সিরিজ। কিন্তু তারপর থেকেই মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। এমনকি বেশ কিছু চরিত্রের অভিনয় নিয়ে সমালচনাও শুরু হয়েছে।

এই ওয়েব সিরিজে গুরুত্বপুর্ন চরিত্র আলমজেব। সেখানে অভিনয় করেছেন শরমিন সেহগল। সম্পর্কে তিনি পরিচালকের ভাগ্নি। এবার তাঁর অভিনয় নিয়েই সমালোচনা শুরু হয়েছে। দর্শকদের একাংশের মতে অভিব্যক্তিহীন অভিনয় করেছেন তিনি।

   
 ⁠

অভিনেত্রী শরমিন সেহগলকে দেখে হতাশ দর্শক। অনেকেই সমালোচনা করে বলছেন, কেবলমাত্র তারকা পরিচালকের ভাগ্নি হওয়ার সুবাদে তাঁকে এই চরিত্রে কাস্ট করা উচিত হয়নি। আর সেখানেই ফের উঠে এসেছে নেপোটিজম প্রসঙ্গ। কু মন্তব্যেও ভরে গিয়েছে কমেন্ট বক্স।

  
 ⁠

যদিও এই নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রীও। তাঁর কথায়,”আমি যদি ওই সমস্ত চাপ নিজের ওপর নিতে শুরু করি তাহলে সমস্যা হবে। আমি মানসিক স্বাস্থ্য নিয়ে প্রবলভাবে সচেতন এবং আনন্দের সঙ্গে জীবন কাটাচ্ছি। ফলে, আমি সেটাই করি যেটা আমার করতে ইচ্ছা করে এবং আমি চাইব সকলে যেন আলমজেবকে পছন্দ করে। কিন্তু, দিনের শেষে, এমন মানুষ থাকবেনই যাঁরা এই ধরনের কথা বলবেন”।