যেখানেই থাকো ভালো থেকো! স্বর্গীয় কন্যার প্রথম জন্মদিনে আর কী লিখলেন কাবো?

‘সারেগামাপা’য় মন জয় করেছিলেন কালিম্পংয়ের ভূমিপুত্র অ্যালবার্ট কাবো। সম্প্রতি তিনি হারিয়েছেন তাঁর শিশুকন্যাকে। হঠাৎ এই খবরে হতবাক হয়েছিল সবাই। এই খবর শুনে শোকের ছায়া নেমে এসেছিল তার অনুরাগী মহলে। এদিন তাঁর সেই ছোট্ট মেয়েটির প্রথম জন্মদিন। আর স্বর্গীয় কন্যার প্রথম জন্মদিনে শোক বিহ্বল হয়ে পড়লেন বাবা।
সোশ্যাল মিডিয়ায় একরত্তির সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তর কোলাজ দিয়েছেন কাবো। সেখানে তিনি লিখেছেন, “তুমি যেখানেই থাক ভালো থাক। সুখে থাক। আজ আমরা যেখানে পৌঁছেছি সেটা শুধুমাত্র তোমার জন্য। আমাদের জীবনে তোমার উপস্থিতি ভগহবানের আশীর্বাদ। আজ আমরা তোমাকে ভীষণভাবে মিস করছি। আমাদের ছোট্ট রাজকন্যা এলভিনকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার আত্মার শান্তি কামনা করি”।
জানা যায়, জন্ম থেকেই অসুস্থ ছিল কাবোর ছোট্ট কন্যা ইভলিন। এ কথা আগেই জানিয়েছিলেন গায়ক। হৃদযন্ত্রের সমস্যা ছিল। শুধু হৃদযন্ত্রের সমস্যাই নয়, আরও অনেক সমস্যা ছিল তাঁর। পরিবার প্রথম থেকেই সুস্থ করার আপ্রাণ চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। অবশেষে মাত্র সাড়ে আট মাস বয়সেই না ফেরার দেশে পাড়ি দেয় এই একরত্তি।
সোশ্যাল মিডিয়ায় নিজের শিশুকন্যার মৃত্যু সংবাদ জানিয়েছেন অ্যালবার্ট কাবো। মেয়ের সঙ্গে তাঁর নিজের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন কাবো৷ ছবির ক্যাপশনে লেখেন ‘‘পর্ব শেষ হয়েছে, তবে যাত্রা শেষ হয়নি এখনও৷ আমাদের জীবনে এখনও পর্যন্ত সুমধুরতম গান গেয়েছো তুমি৷ ধ্রুবতারা হয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে যেয়ো বরাবর৷ অন্য দেশে ভাল থাকো৷ শান্তিতে বিশ্রাম নাও ইভলিন লেপচা৷”