বিনোদন

ফের নতুন শুরু! সারেগামাপার মঞ্চে আবার সাত পাকে বাঁধা পড়লেন কাবো-পূজা

‘সারেগামাপা’য় মন জয় করেছিলেন কালিম্পংয়ের ভূমিপুত্র অ্যালবার্ট কাবো। সম্প্রতি তিনি হারিয়েছেন তাঁর শিশুকন্যাকে। হঠাৎ এই খবরে হতবাক হয়েছিল সবাই। এই খবর শুনে শোকের ছায়া নেমে এসেছিল তার অনুরাগী মহলে। এবার খানিকটা সেই শোক কাটিয়ে আবার ঘুরে দাঁড়াচ্ছে তাঁরা।

সারেগামাপা এর দৌলতে এখন জনপ্রিয় মুখ অ্যালবার্ট কাবো। তার গানে পাগল তরুণ প্রজন্ম।পুনরায় হিন্দি সারেগামাপা এর প্রতিযোগী হিসেবে এসেছেন অ্যালবার্ট কাবো। যেখানে নিজের প্রথম সিঙ্গল ‘মেরে সোনেয়া’ গাইছিলেন কাবো। আর সেই গানে মুগ্ধ হয়ে গিয়ে নিজেকে ধরে রাখতে পারেননি মাধুরী দীক্ষিত। মঞ্চে এসে কাবর গানের সঙ্গে কোমর দোলাতে শুরু করেন তিনি।

এবার এই মঞ্চেই আবার সাত পাকে বাঁধা পড়বেন কাবো এবং তাঁর স্ত্রীর পূজা। এই পর্বে তাঁর স্ত্রী তাঁদের প্রেম কাহিনি ফাঁস করেন। নিজেদের প্রেম কাহিনী জানাতে গিয়ে কাবোর স্ত্রী পূজা এদিন বলেন, ‘ওঁর আর আমার প্রথম দেখা হয় একটি বিয়ে বাড়িতে। আমার এক দাদার বিয়ে ছিল, সেখানে আমি গিয়েছিলাম। আর ও ছিল আমার দাদার বন্ধু। আর সেই বিয়েবাড়িতে ও সমানে সবার সামনে বসে আমাকে সমানে দেখে যাচ্ছিল। আমার ভীষণ খুব অদ্ভুত লেগেছিল বিষয়টা। লজ্জাও লাগছিল খুব।’

পূজা আরও বলেন, ও আমায় সোজাসুজি বিয়ে প্রস্তাব দিয়েছিল। আমি তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ও আমায় তখন বলে চলো পালিয়ে যাই। তারপর কোথা থেকে যে সাহস পেলাম যে আমি ওর সঙ্গে পালিয়ে গেলাম।’ এরপরেই মঞ্চে আগুন সাক্ষী রেখে সাত পাকে ঘুরে মালা বদল করে পূজাকে সিঁদুর পড়াতে দেখা যাবে কাবোকে।

প্রসঙ্গত, ২৬ অগাস্ট থেকে শুরু হয়েছে সারেগামাপা হিন্দির নয়া সিজন। ওই শো-র মঞ্চে দেখা গেল কালিম্পঙের কাবোকে। বিচারকের আসনে রয়েছেন অনু মালিক, হিমেশ রেশমিয়া এবং নীতি মোহন। মঞ্চে এসেই বডিগার্ড ছবির ‘আই লাভ ইউ’ গান গেয়েছেন কাবো।

জানা যায়, জন্ম থেকেই অসুস্থ ছিল কাবোর ছোট্ট কন্যা ইভলিন। এ কথা আগেই জানিয়েছিলেন গায়ক। হৃদযন্ত্রের সমস্যা ছিল। শুধু হৃদযন্ত্রের সমস্যাই নয়, আরও অনেক সমস্যা ছিল তাঁর। পরিবার প্রথম থেকেই সুস্থ করার আপ্রাণ চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। অবশেষে মাত্র সাড়ে আট মাস বয়সেই না ফেরার দেশে পাড়ি দেয় এই একরত্তি।

Back to top button