ভারতীয় নন, ব্রিটিশ নাগরিক আলিয়া ভাট! নিজের আসল পরিচয় নিয়ে এবার কী জানালেন অভিনেত্রী?

ভারতীয় নন বরং ব্রিটিশ নাগরিক তিনি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। কিছুদিন পরেই হলিউডের এক ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে। তার আগেই এক সাক্ষাৎকারে নিজের পরিচয় নিয়ে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
গ্যাল গ্যাডট, জেমি ডরনান-দের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আলিয়া ভাট। ছবির নাম ‘হার্ট অফ স্টোন’। সেখানে নেগেটিভ ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে তাকে। তার আগেই নেটফ্লিক্সের একটি প্রচারমূলক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আলিয়া। এই সাক্ষাৎকার অনুষ্ঠানেই নিজের পরিচয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
তাকে যখন প্রশ্ন করা হয় তিনি ব্রিটিশ কিনা, সেই উত্তর সম্মতি জানিয়ে আলিয়া বলেন, “হ্যা আমি ব্রিটিশ। আমার মায়ের জন্ম বার্মিংহামে, যদিও আমি ভারতে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি”। একইসঙ্গে তিনি এও জানান, তাঁর দিদা যেহেতু ইংল্যান্ডে ছিলেন তাই তাঁর দিদার কথার উচ্চারণে সেই ব্রিটিশ ইংরেজির টান ছিল।
কিছুদিন আগে আলিয়ার মা সোনি রাজদান জানিয়েছিলেন, তাঁর জন্ম UK তে। কিন্তু মাত্র তিন মাস বয়সেই তিনি মুম্বই চলে আসেন। বোম্বে ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হন। আমার মায়ের পরিবার জার্মানি থেকে এসেছিলেন। তারা পূর্ব বার্লিনে বাস করতেন, হিটলার ক্ষমতায় আসার ঠিক আগে”।