ছোট্ট হাতে মাখামাখি কেকের ক্রিম! প্রথম জন্মদিনে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

কেউ কেউ প্রতিটা মুহূর্ত যখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ব্যস্ত তখন আবার কেউ নিজেদের শিশুদের ছবি আড়াল করে রাখছেন সোশ্যাল মিডিয়া থেকে। তেমনি আলিয়া ভাটও নিজের সন্তানের ছবি প্রকাশ্যে আনেননি সোশ্যাল মিডিয়ায়। তবে এবার মেয়ের প্রথম জন্মদিনে আলিয়া ভাট নিজের মেয়ের রাহার ছবি সোশ্যাল মিডিয়ায় দিলেন।
বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট হাতে কেকের ক্রিম মাখামাখি। তার পরের ছবি জন্মদিনের পূজার। রণবীর, আলিয়া আর রাহার হাতে দেখা যাচ্ছে ফুল। গোলাপি রঙের পোশাক রয়েছে ছোট্ট রাহার পরনে। তৃতীয়টি ভিডিও। আর তাতে শোনা যাচ্ছে মিষ্টি সুর। যদিও কোনও ছবিতেই স্পষ্ট নয় মেয়ের মুখ।
ছবি আপলোড করে একটি আবেগপূর্ণ ক্যাপশনও লিখেছেন আলিয়া। অভিনেত্রী লিখেছেন, “মনে হচ্ছে যেন এই তো সেদিন আমরা তোর জন্য গান বাজাচ্ছি আর তুই আমার পেটে লাথি মারছিস। আর কিছু বলতে চাই না শুধু এটাই বলব তোকে পেয়ে আমরা ধন্য…তুই আমাদের প্রত্যেকটা দিন এই ক্রিমি সুস্বাদু কেকের মতো করে দিয়েছিস। হ্যাপি বার্থডে বেবি টাইগার… আমরা ভালোবাসার থেকেও বেশি তোকে ভালোবাসি”।
কিছুদিন আগেও এক ছবি দিয়েছিলেন আলিয়া। তবে তা দিয়েই ডিলিট করেছিলেন তিনি। সেখানে দেখা গিয়েছিল, একান্তে মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন রণবীর কাপুর। যদিও সেই ছবিতে শিশু কন্যার মুখ দেখা যাচ্ছিল না। কিন্তু এই ছবি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট সরিয়ে নেন অভিনেত্রী।