গসিপ

বিয়ের দু’বছরের মধ্যেই অশান্তি? এবার দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন আলিয়া

খুব শীঘ্রই দু’বছর হবে আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে হয়েছে। এর আগে ছয় বছর চুটিয়ে প্রেম করেছেন এই তারকা জুটি। কিন্তু শোনা যাচ্ছে এর মধ্যেই নাকি তাদের সংসারে অশান্তি লেগেছে। সম্প্রতি এবার এই নিয়ে মুখ খুললেন আলিয়া ভাট নিজেই।

করণ জোহরের শো কফি উইথ করণ- এর অষ্টম সিজনে এসেছিলেন করিনা কাপুর এবং আলিয়া ভাট। সেখানে এসেই নিজের সংসার সম্পর্কে অকপট স্বীকারোক্তি দেন তিনি। তার সঙ্গে রণবীরের কেমন সম্পর্ক কিংবা কতটা অশান্তি হয় তাদের সংসারে সে সবকিছু নিয়েই মুখ খোলেন অভিনেত্রী।

আলিয়া বলেন, “আমার সবচেয়ে খারাপ লাগে রণবীরকে নিয়ে যা বিতর্ক হয়, মানুষ হিসাবে ও আদপে ঠিক তার উল্টো ধরনের। নেটাগরিকরা সমালোচনা করতে গিয়ে যা যা বলেন, যা আখ্যা দেন, আমার মনে হয় তার একটা সীমা থাকা উচিত”। আলিয়া আরও যোগ করেন, “আমি কিছু নিয়ে ঘ্যানঘ্যান করলে রণবীর আমাকেই বোঝায় যে, ‘আমরা অভিনেতারা দর্শকের সম্পত্তি। তাঁরা আমাদের নিয়ে যা খুশি বলতেই পারেন। যত দিন তোমার ছবি সফল হচ্ছে, তোমাকে অভিনেত্রী হিসাবে তাঁরা পছন্দ করছেন”।

বি টাউনে রণবীরকে নিয়ে বিতর্ক কম নেই। তার চরিত্র থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগত দিক বারবার চর্চার শিরোনামে উঠে আসে। এবার এই বিষয় নিয়েও মুখ খুললেন স্ত্রী আলিয়া। বলেন, “রণবীরকে নিয়ে কয়েক ডজন লেখা বেরিয়েছে যে ওর স্বভাব কতটা খারাপ, এই, সেই! আমি তো অবাক। দুনিয়ায় এত কিছু ঘটছে, যা নিয়ে লেখা দরকার। তা না করে দু’জন মানুষের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এত কাটাছেঁড়া চলছে”।

Back to top button