রশ্মিকা মন্দনার, কাজলের পর ফের একবার আলিয়া ভাটের ডিপফেক ভিডিও ভাইরাল হল। আর সেই নিয়েই জোর চর্চা বি টাউনে। এর আগেও একবার আলিয়ার ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছিল।
নতুন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আলিয়ার পরনে লাল শাড়ি ও ব্লাউজ। এক ঝলকে ভুল হলেও, একটু ভালো ভাবে দেখলে বোঝা যায় এটি আলিয়া নয়। অন্য কারও ভিডিয়োয় ব্যবহার করা হচ্ছে আলিয়ার মুখ। ক্যাপশনে লেখা, পর্দার বাইরে আলিয়া ভাট।
জানা গিয়েছে, অভিনেত্রী ওয়ামিকা গাব্বির মুখের উপর আলিয়া ভাটের মুখ বসিয়ে ডিপফেক ভিডিয়োটি ছড়িয়েছে। তবে কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে যে এই ভিডিও তৈরি করা হয়নি তা স্পষ্ট।
দিন কয়েক আগেও একবার ডিপফেক ভিডিওর শিকার হয়েছিলেন আলিয়া ভাট। ভিডিওতে দেখা গিয়েছিল, খোলামেলা পোশাক পরে রয়েছেন ভিডিওতে থাকা ওই মহিলা, যার মুখের উপর আলিয়ার মুখ বসানো হয়েছে। সেই পোশাক পরে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা যায় আলিয়াকে। ভিডিয়ো থেকেই স্পষ্ট, ওই মহিলা আদৌ আলিয়া নন। তবে আধুনিক প্রযুক্তির কারসাজির সাহায্যে আলিয়ার মুখ বসানো হয়েছে ওই ভিডিয়োয়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ওই আপত্তিকর ভিডিও। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি আলিয়া।
অনেক দিন থেকেই এই ডিপফেক ভিডিওর রমরমা শুরু হয়েছে। প্রযুক্তির অপব্যবহার করে নানান দুষ্কর্ম করা হচ্ছে। কিছুদিন আগে বলি অভিনেত্রী কাজলের পোশাক পরিবর্তিত দেখানোর দাবি করা একটি ভিডিয়োকে ডিপফেক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভিডিয়োটি ফেসবুক, এক্স এবং ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়েছে।