ষাটের দশকে সিনেপর্দায় বিকিনি লুকে আগুন ঝরিয়ে ছিলেন বঙ্গ তনয়া শর্মিলা ঠাকুর। ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল নীল রঙের বিকিনি পড়তে। এবার এই অভিনেত্রীর যদি বায়োপিক তৈরি হয় তাহলে নিজের নাম ভূমিকায় কাকে দেখতে চান তিনি সেই নিয়েই মুখ খুললেন।
একবার কফি উইথ করণ শোতে এসেছিলেন শর্মিলা ঠাকুর। ফের ভাইরাল হয়েছে পুরোনো ভিডিও। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হচ্ছে তাঁর বায়োপিক হলে কাকে তিনি দেখতে চান নিজের নাম ভূমিকায়? উত্তর অবশ্য দিয়েছেন তিনি।
অভিনেত্রী জানান, এখন যদি এই ছবির কাজ শুরু হয় তাহলে তিনি সেখানে আলিয়া ভাটকে দেখতে চান। আর পরে হলে সারা আলি খানকে। অর্থাৎ নিজের নাম ভূমিকায় নাতনি যে তাঁর পছন্দের তালিকায় শীর্ষে তা আর বলার অপেক্ষা রাখেনা।
শর্মিলা ঠাকুর এবং সইফ আলি খান একসঙ্গে এসেছিলেন এই বিশেষ পর্বে। তাঁদের সঙ্গে কফির আড্ডা জমান কফি উইথ করণ। অভিনেত্রীকে সইফ এবং বাকি সন্তানদের ছেলেবেলা নিয়ে কথা বলতে শোনা যায়।