রণবীর কি সত্যিই গসিপ কিং? অবশেষে স্বামীর গোপন অভ্যাস নিয়ে মুখ খুললেন আলিয়া

Published on:

রণবীর কি সত্যিই গসিপ কিং? অবশেষে স্বামীর গোপন অভ্যাস নিয়ে মুখ খুললেন আলিয়া

তিনবছর হয়েছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে হয়েছে। এর আগে ছয় বছর চুটিয়ে প্রেম করেছেন এই তারকা জুটি। আর মধ্যেই গুজব ছড়িয়েছে নাকি গসিপ করতে খুব ভালোবাসেন রণবীর কাপুর। তবে এবার এই নিয়ে মুখ খুললেন আলিয়া ভাট।

এই প্রসঙ্গে আলিয়া জানান, “রণবীর কাপুর নাকি এসব বিষয় গায়েই মাখেন না। তিনি এসব বিষয় কোনও মন্তব্যই করেন না। তাঁকে কোনও জল্পনা, গুজব কিংবা গসিপ স্পর্শ করতে পারে না”।

   
 ⁠

আলিয়া বলেন, আমার সবচেয়ে খারাপ লাগে রণবীরকে নিয়ে যা বিতর্ক হয়, মানুষ হিসাবে ও আদপে ঠিক তার উল্টো ধরনের। নেটাগরিকরা সমালোচনা করতে গিয়ে যা যা বলেন, যা আখ্যা দেন, আমার মনে হয় তার একটা সীমা থাকা উচিত”।

  
 ⁠

আলিয়ার এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সকলেই তাঁকে পতিব্রতা বলেছেন। সকলেই ইতিবাচক মন্তব্য করেছেন। তাঁদের কথায়, “রণবীর অনেক লাকি। স্বামী প্রেমে পাগল হওয়া বউ পাওয়া ভাগ্যের ব্যাপার”।