আত্মবিশ্বাসহীনতায় ভুগতেন চেহারার জন্য! মা হওয়ার পর বড় সিদ্ধান্ত আলিয়ার

Avatar

Published on:

আলিয়ার সঙ্গে মতের অমিল! রণবীরের সঙ্গে কি ভাঙন আসন্ন?

বর্তমানে আলিয়া ভাটের জনপ্রিয়তা এখন তুঙ্গে। এত অল্প বয়সে এত সুনাম বোধহয় খুব কম অভিনেত্রী অর্জন করতে পারেন। ইতিমধ্যেই নতুন ছবির কথা ঘোষণা করেছেন আলিয়া। এবার নিজের জীবনের এক পর্যায়ের কথা জানালেন তিনি।

এক সময়ে অনেকটাই মোটা ছিলেন তিনি। তিনি তাঁর শরীরের গঠন নিয়ে ভীষণ চিন্তায় থাকতেন। আত্মবিশ্বাসহীনতায় ভুগতেন।তাঁর মনে হত, ছোটবেলায় তাঁর ওজন বেশি মানে তিনি চিরকালই এমন বেশি ওজনের থাকবেন। তাঁর রোগা হওয়া হবে না।

   
 ⁠

কিন্তু ঠিক সেই সময় তার কাছে স্টুডেন্ট অফ দ্যা ইয়ারের অফার আসে। কড়া ডায়েট পালন করে ওজন ঝরিয়ে ফেলেন। তবে সেই সময়ে আলিয়াকে একটি কথা বলেছিলেন তাঁরই এক বন্ধু। সেই কথায় তখন তিনি গুরুত্ব না দিলেও এখন তার মর্ম বুঝতে পারেন।

  
 ⁠

আলিয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমার এক বন্ধু আমায় বলেছিল, ডায়েট করতে গিয়ে আমি যেন বাঁচতে না ভুলে যাই। একটু যেন খাওয়া-দাওয়া করি। একটু শান্ত হই.. একটু যেন জীবনকে উপভোগ করি”। এরপরেই তিনি উপলব্ধি করে বলেন, “মা হওয়ার সময় আমি আমার শরীরকে সম্মান করতে শিখি। সেই সময়ে আলিয়া বোঝেন, শরীর যেমনই হোক না কেন.. তাতে লজ্জার কিছুই নেই”।