র‍্যাম্প কাঁপালেন আলিয়া! প্যারিস ফ্যাশন উইকে ডেবিউ অভিনেত্রীর

Avatar

Published on:

র‍্যাম্প কাঁপালেন আলিয়া! প্যারিস ফ্যাশন উইকে ডেবিউ অভিনেত্রীর

বর্তমানে আলিয়া ভাটের জনপ্রিয়তা এখন তুঙ্গে। এত অল্প বয়সে এত সুনাম বোধহয় খুব কম অভিনেত্রী অর্জন করতে পারেন। সাম্প্রতিককালের যে সমস্ত স্টার কিডরা রয়েছেন তাদেরও পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন আলিয়া। এবার প্যারিস ফ্যাশন উইকে ডেবিউ করলেন অভিনেত্রী।

বিউটি ব্র্যান্ড ‘ল’রিয়াল প্যারিস’-এর প্রতিনিধি হিসেবে মঞ্চে হাঁটালেন আলিয়া।ল’রিয়াল প্যারিস’-এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মেটালিক সিলভার বাস্টিয়ারের সঙ্গে কালো অফ-শোল্ডার জাম্পস্যুট পরে ব়্যাম্পে হাঁটলেন অভিনেত্রী। হালকা গোলাপি লিপস্টিকে অল্প মেকআপে মোহময়ী রাহার মা।

   
 ⁠

সম্প্রতি লন্ডনে ‘হোপ গালা’ নামে একটি সমাজ সংস্কারমূলক অনুষ্ঠান ছিল। সেখানে সঞ্চালনা করেছিলেন আলিয়া। সেই অনুষ্ঠানেই সঞ্চালনা করতে গিয়ে তিনি মুম্বইয়ের পথ শিশুদের কথা তুলে ধরেন। তাঁদের সমস্যার কথা সবার সামনে পেশ করেন।

  
 ⁠

‘সালাম বম্বে ফাউন্ডেশন’ মুম্বাইয়ের পথ শিশুদের হয়ে কাজ করেন। মুম্বইয়ের বসতি এলাকায় বহু শিশু রয়েছে, যাঁদের চোখে রয়েছে অসংখ্য স্বপ্ন। যাঁদের পড়াশুনোর খরচ জোগায়। এবার তাঁদের মুখ হয়েই লন্ডনের হোপ গালার মঞ্চে উপস্থিত হয়েছিলেন আলিয়া ভাট।

ফিল্মি, সংসার এবং সমাজসেবা সব কিছু একসঙ্গে সামাল দিচ্ছেন আলিয়া।বর্তমানে আলিয়া ভাটের জনপ্রিয়তা এখন তুঙ্গে। এত অল্প বয়সে এত সুনাম বোধহয় খুব কম অভিনেত্রী অর্জন করতে পারেন।