বিয়ের তিন বছর পূর্ণ হলো আলিয়া ভাট ও রণবীর কাপুরের। ২০২২ সালের আজকের দিনেই চার হাত এক হয়েছিল। কিন্তু শোনা যায় তার আগেই নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন আলিয়া। করোনার সময় থেকে লিভ ইন করতে থাকেন আলিয়া ভাট ও রণবীর কাপুর।
২০২২ সালের এপ্রিল মাসে মুম্বইয়ে নিজেদের অ্যাপার্টমেন্টেই বিয়ের পর্ব সারেন রণবীর-আলিয়া। বিয়ের অনেক আগে থেকেই রণবীরের সঙ্গে একত্রবাস করতেন আলিয়া। তার আগে ৫ বছর চুটিয়ে প্রেম করেছেন তাঁরা। বিয়ের দেড় মাসের মাথায়, ২০২২-এর জুন মাসের শেষে প্রেগন্যান্সির খবর জানিয়েছিলেন আলিয়া।
বিয়ের আগে রণবীরের সঙ্গে লিভ ইন করা নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছিল আলিয়াকে। এই নিয়ে জবাবও দিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, লিভ-ইন করলে অনেকটা সময় দু’জনের একসঙ্গে কাটানো যায়। ফলে সঙ্গীকে বেশি ভালো করে চেনা যায়। সুন্দর সব স্মৃতি তৈরি হয়।
আলিয়ার মতে, “একসঙ্গে থাকার সুযোগ পেলে কেন থাকবে না? এ ভাবেই দু’জনের একসঙ্গে থাকার অভ্যাস তৈরি হয়। আমরা বিয়ে করব ভেবে একসঙ্গে থাকতে শুরু করেছিলাম। কিন্তু অতিমারি শুরু হল। তাই ভাবলাম, একসঙ্গে থাকা শুরু করি। তার পর বাকি বিষয় নিয়ে ভাবা যাবে”।