আলিয়ার সঙ্গে মতের অমিল! রণবীরের সঙ্গে কি ভাঙন আসন্ন?

Avatar

Published on:

আলিয়ার সঙ্গে মতের অমিল! রণবীরের সঙ্গে কি ভাঙন আসন্ন?

দু’বছর হয়েছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে হয়েছে। এর আগে ছয় বছর চুটিয়ে প্রেম করেছেন এই তারকা জুটি। কিন্তু শোনা যাচ্ছে এর মধ্যেই নাকি তাদের সংসারে অশান্তি লেগেছে। সম্প্রতি এবার এই নিয়ে মুখ খুললেন আলিয়া ভাট নিজেই।

এমনকি তাঁদের নিয়ে যে গুঞ্জন সেই নিয়ে রণবীর ও আলিয়া দুজনে সম্পূর্ণ ভিন্ন ধর্মীর মানুষ। রণবীর কাপুর যেমন এই জিনিষ গুলো একদমই পাত্তা দেয় না ঠিক উল্টো ভাবে আলিয়া এই বিষয় নিয়ে একটু বেশি ভেবে ফেলে। এই সামান্য বিষয়গুলি তাঁকে অল্পতেই বিচলিত করে।

   
 ⁠

এই প্রসঙ্গে আলিয়া জানান, রণবীর কাপুর নাকি এসব বিষয় গায়েই মাখেন না। তিনি এসব বিষয় কোনও মন্তব্যই করেন না। তাঁকে কোনও জল্পনা, গুজব কিংবা গসিপ স্পর্শ করতে পারে না।

  
 ⁠

করণ জোহরের শো কফি উইথ করণ- এর অষ্টম সিজনে এসেছিলেন আলিয়া ভাট। সেখানে এসেই নিজের সংসার সম্পর্কে অকপট স্বীকারোক্তি দেন তিনি। তার সঙ্গে রণবীরের কেমন সম্পর্ক কিংবা কতটা অশান্তি হয় তাদের সংসারে সে সবকিছু নিয়েই মুখ খোলেন অভিনেত্রী।

আলিয়া বলেন, “আমার সবচেয়ে খারাপ লাগে রণবীরকে নিয়ে যা বিতর্ক হয়, মানুষ হিসাবে ও আদপে ঠিক তার উল্টো ধরনের। নেটাগরিকরা সমালোচনা করতে গিয়ে যা যা বলেন, যা আখ্যা দেন, আমার মনে হয় তার একটা সীমা থাকা উচিত”।